আন্তর্জাতিক টি-টোয়েন্টি শেষে টি-টেন লিগে বেশ জনপ্রিয় হয়ে উঠেছেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ক্রিকেট লিগে লস অ্যাঞ্জেলসের হয়ে ব্যাটে-বলে দুর্দান্ত পারফর্ম করে আবুধাবি টি-টেন লিগে দল পেয়েছিলেন তিনি। সেখানে তাকে দলে নিয়েছিল বাংলা টাইগার্স। এবার আসন্ন লঙ্কা টি-টেন লিগে তাকে দলে ভিড়িয়েছে গল মারভেলস।
ডিসেম্বরে টি-টেন স্পোর্টস ম্যানেজমেন্টের উদ্যোগে মাঠে গড়াবে লঙ্কা টি-টেন লিগ। এই টুর্নামেন্টে অংশ নেবে ৬ দল। সাকিবের দল ছাড়া বাকি দলগুলো হলো- বাংলা টাইগার্স হাম্বান্টোটা, কলম্বো স্ট্রাইকার্স, ক্যান্ডি বোল্টস, জাফনা টাইটান্স ও ডাম্বুলা জাগুয়ার্স ব্রেভস। রাউন্ড রবিন (প্রত্যেকের বিপক্ষে প্রত্যেকের খেলা) পদ্ধতিতে প্রথম পর্বের খেলা হবে। এই রাউন্ড শেষে হবে প্লে-অফ।
আরও পড়ুন: হাথুরুকে শোকজও করেছে বিসিবি
আবুধাবির টি-টেনে সাকিব খেলবেন বাংলা টাইগার্সের হয়ে। সেই ফ্র্যাঞ্চাইজির মালিকানায় লঙ্কা টি-টেনে অংশ নেবে বাংলা টাইগার্স হাম্বান্টোটা। অর্থাৎ লঙ্কা টি-টেন লিগে সাকিব হয়ে যাবেন আবুধাবি টি-টেন লিগে নিজ দলের প্রতিপক্ষ।
জানা গেছে, ড্রাফটের আগেই সরাসরি চুক্তিতে সাকিব আল হাসানকে দলে ভিড়িয়েছে গল মারভেলস। সাকিবকে ‘প্লাটিনাম প্রি-ড্রাফট পিক’ নামে উল্লেখ করেছে গল।
নিজেদের ফেসবুক পেইজে ফ্র্যাঞ্চাইজিটি লিখেছে, ‘লঙ্কা টি-টেন এর জন্য আমাদের প্লাটিনাম প্লেয়ার প্রি-ড্রাফট পিক ব্যতিক্রমী অলরাউন্ডার সাকিব আল হাসানকে দলে নিয়েছি। তার অভিজ্ঞতা এবং মাঠের শক্তি প্রদর্শন করাতে আমরা প্রস্তুত।’