মেসির সঙ্গে আর্জেন্টাইন কিংবদন্তী দিয়াগো ম্যারাডোনার সম্পর্কটা বেশ শীতল। মেসিকে নিয়ে মাঝে মধ্যেই বেফাঁস মন্তব্য করে বসেন ম্যারাডোন। এই নিয়ে মাঝে মধ্যে সমর্থকদের মধ্যে বিতর্কও দেখা য়ায়। আবারও ম্যারাডোনা তোপ দাগলেন মেসিকে লক্ষ্য করে। এবং যথারীতি মেসির জাতীয় দলকে নেতৃত্ব দেওয়ার ‘অক্ষমতা’ নিয়ে।
কয়েক বছর ধরেই ম্যারাডোনার সঙ্গে মেসির সম্পর্ক শীতল। সেটা অন্য মাত্রা পেয়েছিল গত বছর থেকে। যখন ম্যারাডোনা পরিষ্কার বলে দেন, মেসির মধ্যে এক জন প্রকৃত নেতা খোঁজার মানে হয় না। মেক্সিকোর এক অনুষ্ঠানে (লা আল্টিমা পালাব্রা) সে সময় কিংবদন্তি ম্যারাডোনা মন্তব্য করেন, ‘‘ও নিজে অধিনায়ক হিসেবে মাঠে থাকতে চায়। কিন্তু সতীর্থদের সঙ্গে কথা বলার আগে চলে যায় ‘প্লে-স্টেশন’ খেলতে। তাই আমার পক্ষে এই বিষয়টা নিয়ে কথা বলা খুব কঠিন। একই সঙ্গে যে ফুটবলার অধিনায়ক হিসেবে ম্যাচের আগে কুড়ি বার টয়লেটে যায়, তার সম্পর্কে কিছু বলাও কঠিন। দরকার, এখনই ওর নেতৃত্ব কেড়ে নেওয়া। কারণ অধিনায়ক হিসেবে যে ভূমিকায় মেসিকে দেখতে চাই সেটা কখনও মাঠে নেমে ও করে দেখাবে না।’’
ম্যারাডোনা এতটা বললেও মেসি কিন্তু বিষয়টি নিয়ে কখনও মুখ খোলেননি। বরং ম্যারাডোনা নিজেই পরে সুর বদলে বলেন, মোটেই এ রকম কিছু তিনি বলতে চাননি। এমনকি ব্যাপারটা মিটিয়ে ফেলতে মেসির সঙ্গে বার্সেলোনায় ডিনার করার ইচ্ছাও প্রকাশ করেছিলেন।
মজার ব্যাপার, হাসপাতাল থেকে ছাড়া পেয়ে আর্জেন্টাইন কিংবদন্তি একই কথা বললেন। আর্জেন্টিনার এক দৈনিকে তাঁর মন্তব্য, ‘‘লিওকে মনপ্রাণ দিয়ে ভালবাসি। কোনও সন্দেহ নেই, ও ফুটবলের বিস্ময়। কিন্তু ওরা (আর্জেন্টাইন ফুটবল ফেডারেশন) ওকে নেতা বানাতে চায়। অথচ কোনও দিনই লিও নেতা হয়ে উঠতে পারবে না। চিরকালই ও নিজের খেলা, পরিবার নিয়ে থাকতে চায়। অন্য কিছু নয়।’’