মঙ্গলবার রাতে ইপিএলে ম্যান সিটিকে রুখে দিয়েছিল নিউক্যাসল ইউনাইটেড। এতে টেবিলের দ্বিতীয় স্থানে থাকা লিভারপুল টেবিল টপার ম্যানসিটির সাথে ব্যবধান কমে আসে। তাই লিভারপুলের কাছে সুযোগ ছিল পরের ম্যাচেই ম্যানসিটির সঙ্গে নিজেদের ব্যবধানটা আরো কমিয়ে আনার।
সেই লক্ষ্যে বুধবার রাতে লেস্টারকে হারালে পয়েন্টের ব্যবধানে শীর্ষে চলে যেতেন ক্লপের ছেলেরা। কিন্তু ঘরের মাঠেই আটকে গেল লিভারপুল। লেস্টার সিটির সঙ্গে ১-১ গোলে ড্র করেছে ‘অল রেড’রা।
ঘরের মাঠে শুরু থেকেই আধিপত্য বজায় রেখে খেলতে থাকে মোহাম্মদ সালাহর দল লিভারপুল। যার সুবাদে ম্যাচের তিন মিনিটের মাথায় সানের গোলে এগিয়ে যায় তাঁরা। তবে প্রথমার্ধের অতিরিক্ত সময়ে ম্যাগুয়ারের গোলে সমতা ফেরায় লেস্টার। দ্বিতীয়ার্ধে অবশ্য ব্যবধান বাড়াতে পারেনি কোনো দলই। পুরো ম্যাচে লিভারপুল লেস্টারের গোলবার লক্ষ্য করে শট নিতে পারে মাত্র ১০টি।
ফলে ২৪ ম্যাচে ৬১ পয়েন্ট নিয়ে শীর্ষে লিভারপুল। অন্য দিকে ২৪ ম্যাচে ৫৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ম্যান সিটি। পিছনে তাড়া করছে টটেনহ্যাম। যারা এ দিন ওয়াটফোর্ডকে হারিয়ে চাপ বজার রাখছে শীর্ষে থাকা দুই দলের ওপর। ২৪ ম্যাচে ৫৪ পয়েন্ট তাদের।
মাত্র দ্বিতীয় দল হিসেবে এই মৌসুমে অ্যানফিল্ড থেকে না হেরে ফিরল লেস্টার। গত ৭ অক্টোবর লিভারপুলের মাঠে গোলশূন্য ড্র করেছিল ম্যানচেস্টার সিটি।