কোপা দেলরের শেষ ষোলোর প্রথম লেগে লেভান্তের বিপক্ষে ম্যাচে খেলছেননা লিওনেল মেসি ও লুইস সুয়ারেজ। বার্সেলোনার কোচ এরনেস্তো ভালভেরদে লেভান্তের বিপক্ষে ম্যাচের জন্য দল ঘোষণা করেছেন আক্রমণভাগের এই দুই তারকাকে ছাড়াই।
লেভান্তের বিপক্ষে বৃহস্পতিবার রাত আড়াইটায় স্প্যানিশ ফুটবলে টানা চারবারের চ্যাম্পিয়ন বার্সেলোনা লেভান্তের মাঠে খেলতে নামবে।
মেসি সুয়ারেজ দলে না থাকলে প্রতিভাবান স্প্যানিশ স্ট্রাইকার মুনির আল হাদ্দাদিকে মাঝে মধ্যে দলে দেখা যায়। তবে চলতি মৌসুমে বার্সেলোনার সাথে চুক্তির মেয়াদ শেষ হতে যাচ্ছে মুনিরের। মেসি সুয়ারেজের মত লেভান্তের বিপক্ষে ম্যাচে মুনিরকেও দলে রাখেননি বার্সা কোচ। তবে কলম্বিয়ান ডিফেন্ডার জেইসন মুরিজোকে দলে রেখেছেন ভালভেরদে। মুরিজো সম্প্রতি ভালেন্সিয়া থেকে বার্সেলোনায় ধারে এসেছেন।
বুধবার এক সংবাদ সম্মেলনে মেসি ও সুয়ারেজের অবসরের ম্যাচে চিলির মিডফিল্ডার আর্তুরো ভিদালকে আরও সামনে খেলানোর ইঙ্গিত করেছেন বার্সেলোনা কোচ।