ব্যাটিং অনুশীলন করতে যেয়ে একদিন আগেই আঙুলে চোট পেয়েছিলেন ইমরুল কায়েস ও সাব্বির রহমান। বাংলাদেশের ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা অজ সকালে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বোলিং করতে গিয়ে আঙুলে চোট পেলে দল ও সাপোর্টার সকলের জন্যই তা অনেকটা দুঃসংবাদ হয়ে আসে। সকলের মনেই শংকার মেঘ ঘনিয়ে আসে, কারণ ঘোষণা হয়ে গেছে বাংলাদেশ শ্রীলংকা আর জিম্বাবুয়ের মাঝে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ। আর এই সময় ক্যাপ্টেন যদি চোট পেয়ে দল থেকে ছিটকে পড়েন তাহলে বিশাল বিপদে পড়ে যাবে বাংলাদেশ ক্রিকেট দল।
প্র্যাকটিসের সময় নিজের বলে সাব্বির রহমানের ফিরতি ক্যাচ নিতে গিয়ে বাঁ হাতের অনামিকায় এসে লাগে বল। তারপর আর বলই করেন নি তিনি আর তাতেই সন্দেহ ঘনায় সবার মনে। তবে পরে মাশরাফি নিজেই নিশ্চিত করেছেন যে, হাত দিয়ে ঠেকাতে যাওয়া বল হাতের কনিষ্ঠ আঙুলে লেগে ব্যথা পেলেও চোটটা তেমন গুরুতর নয়।