দেশের তিন স্টেডিয়ামের নাম বদলে শহীদদের নামে করার ঘোষণা দিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
বৃহস্পতিবার (১৪ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডি থেকে এ অথ্য জানান। সেখানে বলা হয়, শহীদদের নামে করা নামকরণ করা হচ্ছে স্টেডিয়ামগুলো।
আরও পড়ুন: টিভিতে আজকের খেলা (১৫ নভেম্বর)
রাজধানীর ধানমন্ডিতে নিহত রেসিডেনসিয়াল মডেল কলেজের একাদশ শ্রেণির ছাত্র ফারহান ফাইয়াজের নামে জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণের মাঠের নামকরণ করা হয়েছে।
এছাড়া কোটা সংস্কারের দাবিতে আন্দোলনে গুলিতে নিহত টাঙ্গাইলের ১৪ বছরের স্কুলছাত্র মারুফ মিয়ার নামে টাইঙ্গাইল জেলা স্টেডিয়ামের নামকরণ করা হবে শহীদ মারুফ স্টেডিয়াম, টাঙ্গাইল।
শেখ কামাল স্টেডিয়াম কুষ্টিয়ার নাম পরিবর্তন করে সেটি করা হবে আবরার ফাহাদ স্টেডিয়াম, কুষ্টিয়া। ২০১৯ সালের ৬ অক্টোবর রাতে বুয়েটের শেরেবাংলা হলে ছাত্রলীগের নির্যাতনে মারা যান আবরার ফাহাদ।