আফগানিস্তানের বিপক্ষে শেষ ওয়ানডে থেকে ছিটকে গেছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তার জায়গায় দলের নেতৃত্ব দিবেন মেহেদী হাসান মিরাজ।
বাংলাদেশ সময় আজ বিকেল ৪টায় শুরু হবে এই ম্যাচ। প্রথম দুই ম্যাচের পর সিরিজে ১-১ সমতা থাকায় আজকের ম্যাচটি পরিণত হয়েছে অঘোষিত ফাইনালে।
আরও পড়ুন: টিভিতে আজকের খেলা (১১ নভেম্বর)
তবে শান্তর না খেলার বিষয়টি এখনো আনুষ্ঠানিকভাবে জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এর আগে প্রথম ওয়ানডেতে আঙুলে চোট পেয়ে সিরিজ থেকেই ছিটকে গিয়েছিলেন মুশফিকুর রহিম।
প্রথম ওয়ানডেতে ৪৭ রানের ইনিংস খেলেছিলেন শান্ত। ওই ম্যাচে এটিই বাংলাদেশের সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর। শান্তর পরবর্তী ব্যাটাররা পুরোপুরি ব্যর্থ হলে বাংলাদেশ ম্যাচটি হেরে যায় ৯২ রানে। তবে দ্বিতীয় ওয়ানডেতে ১১৯ বলে ৭৬ রানের ইনিংস খেলেন শান্ত। হন ম্যাচসেরাও।