এবারের বিপিএল আসরে মাশরাফি বিন মর্তুজার রংপুর রাইডার্স এখন পর্যন্ত ৪ ম্যাচ খেলে অর্জন করেছে ২ জয় ২ হার। সময়টা যে খুব একটা ভালো যাচ্ছেনা তাদের তা বলাই যায়। যদিও মাত্র দুই জয়ে ৪ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার দুই নম্বরে আছে রংপুর।
রংপুর আজ মাঠে নামছে রাজশাহী কিংসের বিপক্ষে। বিপিএলে এখন পর্যন্ত ৩টি ম্যাচ খেলে রাজশাহী জিতেছে মাত্র ১টিতে এবং হেরেছে ২টিতে। রাজশাহীর দুটি ম্যাচে হারার মূল কারণ ছিল চরম ব্যাটিং বিপর্যয়।
যদিও ভীষণ ব্যর্থতাই পড়ছে বারংবার কিন্তু রাজশাহী তাদের দলে থাকা অভিজ্ঞ শাহারিয়ার নাফিসের ব্যাপারে কেন জানি বরাবরই উদাসীন। সম্প্রতি ঘরোয়া লিগে দারুন পারফর্ম করা শাহারিয়ার নাফিসকে মাঠে নামার কোনো সুজোগই দিচ্ছেনা রাজশাহী। দুটি ম্যাচে চরম ভাবে ব্যর্থ হওয়ার পরও।প্রশ্ন জাগে কেন?
শাহরিয়ার নাফিস এবারের বিপিএল নিলামে অবিক্রিত ছিলেন তবে রাজশাহী কিংস সমঝোতার মাধ্যমে শেষের দিকে তাকে দলে নেয়। কিন্তু দলের এই ভাঙ্গাচুরা পারফরমেন্স থেকে বের হতে নাফিসকে রাজশাহীর অবশ্যই সুযোগ দেয়া উচিত। নাফিসের মধ্যে যে স্পিরিট আছে তা বদলে দিতে পারে রাজশাহীর ভাগ্য।