শ্রীলঙ্কার বিপক্ষে চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিন সবকটি উইকেট হারিয়ে প্রথম ইনিংসে ৫১৩ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। জবাবে ব্যাটিংয়ে নামা শ্রীলঙ্কা শুরুতে উইকেট হারালেও মেন্ডিস ও ডি সিলভার ব্যাটে ঘুরে দাঁড়িয়েছে।
দিন শেষে শ্রীলংকার দলীয় রান সংগ্রহ ৪৮ ওভারে ১ উইকেট ১৮৭ রান। আর এই একমাত্র উইকেটটি নেন অফ স্পিনার মিরাজ। আঁটসাঁট বোলিংয়ে লঙ্কান ব্যাটসম্যানদের বেঁধে রাখছেন মুস্তাফিজুর রহমান। তবে দারুণ ফুটওয়ার্ক ও বুদ্ধিদীপ্ত ব্যাটিংয়ে স্পিনারদের চেপে বসতে দেননি ধনঞ্জয়া-মেন্ডিস।
তবে, মুস্তাফিজুর রহমানকে চার হাঁকানোর পরের বলে ফিরে যেতে পারতেন কুসল মেন্ডিস। ডানহাতি ব্যাটসম্যানের ক্যাচ দ্বিতীয় স্লিপে নিতে পারেননি মেহেদী হাসান মিরাজ।
মুস্তাফিজের বেরিয়ে যাওয়া বল মেন্ডিসের ব্যাটের কানা ছুঁয়ে ক্যাচ যায় স্লিপে। বাঁদিকে ঝাঁপিয়ে চেষ্টা করেছিলেন মিরাজ। কিন্তু মুঠোয় জমাতে পারেননি। ৪ রানে বেঁচে যান মেন্ডিস।
দিন শেষে ধনাঞ্জয়া ডি সিলভা ১২৭ বলে ১০৪ রানে ও ১৫২ বলে ৮৩ রান নিয়ে অপরাজিত আছেন কুশল মেন্ডিস।