ওয়েলিংটনের ওয়েস্টপ্যাক স্টেডিয়ামে পঞ্চম তথা নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজের শেষ ওয়ানডে ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল ভারত। তবে ১৮ রানে ৪ উইকেট হারিয়ে সর্বনিন্ম দলীয় স্কোরের আতঙ্ক পেয়ে বসেছিল তাদেরকে। তবে রায়ডু, শঙ্কর ও পান্ডের ব্যাটিংয়ে ২৫২ রানে লড়াকু স্কোর পেল ভারত।
তিন ম্যাচের সিরিজের শেষটিতে আবারো ব্যাটিং বিপর্যয়ে পড়ে ভারত। ১৮ রানেই চার ব্যাটসম্যানকে হারিয়ে বসে তারা। টপ অর্ডারের তিন ব্যাটসম্যান রোহিম শর্মা, শিখর ধাওয়ান ও শুভমান গিল কেউই দুই অঙ্কের ঘরে রান তুলতে পারেননি। মিডল অর্ডারের ভরসা ধোনি দলের প্রয়োজন ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন। তিনি ১ রানে বোল্টের বলে আউট হয়েছেন।
তবে পঞ্চম উইকেটে রায়ডু ও শঙ্করের ব্যাটিংয়ে বিপর্যয় কাটিয়ে ওঠে ভারত। এই জুটিতে ৯৮ রান তোলে ভারত। এ সময় ৪৫ রান নিয়ে ফিরে যান শঙ্কর। এরপর ষষ্ঠ উইকেটে কেদার যাদবকে নিয়ে নতুন জুটি গড়েন রায়ডু। দলীয় ১৯০ রানে সেঞ্চুরি না পাওয়ার হতাশা নিয়ে রায়ড়ু ফিরে গেলে ৭৪ রানের জুটির সমাপ্তি হয়। হেনরির বলে ১১৩ বল খেলে ৯০ রান করে প্যাভিলনে ফেরেন রায়ডু।
১৩ রানের ব্যবধানে হেনরির বলে যাদব ৩৪ রান ফিরে গেলে কিছুটা চাপে পড়ে ভারত। তবে সেই চাপ তুড়ি মেরে উড়িয়ে দেন হার্দিক পান্ডে। তার ২২ বলে ৪৫ রানের ঝড়ো ইনিংসে লড়াই করার পুজি পেয়ে যায় ভারত। ৪৯.৫ ওভারে সবকটি উইকেট হারিয়ে ২৫২ রানে শেষ হয় ভারতের ইনিংস।
নিউজিল্যান্ডের হয়ে বল হাতে ৩৫ রান খরচায় ৪টি উইকেট নেন হেনরি। ৩৯ রানে বোল্ট ৩টি এবং ১টি উইকেট নেন নিশম।
ভারতীয় একাদশ- রোহিত শর্মা (অধিনায়ক), শিখর ধাওয়ান, শুভমান গিল, আম্বাতি রায়ডু, এমএস ধোনি (উইকেরক্ষক), কেদার যাদব, হার্দিক পাণ্ডিয়া বিজয শঙ্কর, ভুবনেশ্বর কুমার, মোহম্মদ শামি, যুজবেন্দ্র চাহাল।
নিউজিল্যান্ড একাদশ- হেনরি নিকোলস, কলিন মুনরো, কেন উইলিয়ামসন (অধিনায়ক), রস টেলর, টম ল্যাথাম (উইকেটরক্ষক), জিমি নিশাম, মিচেল স্যান্টনার, কলিন ডি গ্র্যান্ডহোমি, টড অ্যাস্টল, ম্যাট হেনরি, ট্রেন্ট বোল্ট।