ইনজুরির কারণে ভারতের বিপক্ষে শেষ টেস্ট ম্যাচটাও মিস করতে যাচ্ছেন কেন উইলিয়ামসন। নিউজিল্যান্ড ক্রিকেটের কর্মকর্তাদের ধারণা ছিল, শেষ টেস্টটা খেলতে পারবেন কেন উইলিয়ামসন। কিন্তু সেই ধারণা পাল্টে গেলো।
এরই মধ্যে নিউজিল্যান্ড ক্রিকেটের পক্ষ থেকে বলা হয়েছে, ‘উইলিয়ামসন দ্রুত সুস্থ হচ্ছে, কিন্তু আমরা চাই আরও একটু সময় নিক সে। ইংল্যান্ডের বিরুদ্ধে উইলিয়ামসনকে আমাদের প্রয়োজন হবে।’
ভারতের বিরুদ্ধে তিন ম্যাচের সিরিজের প্রথম ২টি ম্যাচ জিতে নিয়েছে কিউইরা। সিরিজও তাদের পকেটে। তাই উইলিয়ামসনকে খেলানোর ঝুঁকি নিতে রাজি নয় তারা।
আরও পড়ুন: টিভিতে আজকের খেলা (৩০ অক্টোবর ২০২৪)
এ বিষয়ে প্রধান কোচ গ্যারি স্টিড বলেছেন, ‘উইলিয়ামসন সুস্থ হচ্ছে। কিন্তু এখনই বিমানে উঠে ভারতে এসে দলে যোগ দেওয়া সম্ভব নয় তার পক্ষে। তবে আগামী দিনে উইলিয়ামসনকে পাওয়া যাবে। সে নিউজিল্যান্ডে থাকলেই ভাল। ইংল্যান্ডের বিরুদ্ধে খেলার জন্য প্রস্তুতি নিচ্ছে।’
ভারতের বিরুদ্ধে খেলতে না পারলেও ইংল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের সিরিজে খেলার সম্ভাবনা রয়েছে কিউই এই ব্যাটারের। ২৮ নভেম্বর থেকে শুরু হবে ইংল্যান্ড-নিউজিল্যান্ড সিরিজ। আর ভারতের বিরুদ্ধে শেষ টেস্ট শুরু হবে শুক্রবার থেকে।