আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে হারলো বাংলাদেশ। প্রথম ম্যাচ হারের পর দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়িয়েছিল টাইগাররা। তবে অঘোষিত ফাইনালে গুরবাজের সেঞ্চুরি ও ওমরজাইয়ের ৭০ রানের ইনিংসে ৫ উইকেটে হার দেখেছে বাংলাদেশ। পাশাপাশি ২-১ ব্যবধানে সিরিজও হাতছাড়া হয়েছে তাদের।
আফগানদের বিপক্ষে ওয়ানডেতে টানা দ্বিতীয় সিরিজ হারলো বাংলাদেশ। গেল বছর জুলাইয়ে ঘরের মাঠে তিন ম্যাচের সিরিজে ২-১ ব্যবধানে হেরেছিল টাইগাররা।
আরও পড়ুন: টিভিতে আজকের খেলা (১২ নভেম্বর)
টসে জিতে আগে ব্যাট করে ৮ উইকেটে ২৪৪ রান সংগ্রহ করে টাইগাররা। জবাবে নেমে ৪৮.২ ওভার ব্যাট করে ৫ উইকেট হাতে রেখে জয় ছিনিয়ে নেয় আফগানরা। ক্যারিয়ারের শততম এবং অধিনায়ক হিসেবে অভিষেক ম্যাচে হার দেখলেন মেহেদী হাসান মিরাজ।