বক্সিং ডে টেস্টের চতুর্থ দিন রুদ্ধশ্বাস লড়াই শেষে ম্যান ইন গ্রিনদের ২ উইকেটে হারিয়েছে হারিয়েছে প্রোটিয়ারা। রোববার (২৯ ডিসেম্বর) পাকিস্তানের দেওয়া ১৪৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৯৯ রানে ৮ উইকেট হারানো প্রোটিয়াদের জয় নিশ্চিত হয় ইয়ানসেন-রাবাদার নবম উইকেট জুটিতে।
অন্যদিকে পাকিস্তানের মোহাম্মদ আব্বাস ৬ উইকেট শিকার করেও শেষ পর্যন্ত দলকে জয় এনে দিতে ব্যর্থ হলেন। জয়ের জন্য আজ স্বাগতিকদের দরকার ছিল ১২১ রান, আর পাকিস্তানের দরকার ছিল ৭ উইকেট। কিন্তু শেষ পর্যন্ত লক্ষ্য পূরণ করতে পারেনি পাকিস্তান।
চতুর্থ দিন শুরুর পর ব্যাট হাতে সুবিধা করতে পারেনি টেম্বা বাভুমার দল। দিনের শুরুতেই দ্রুত উইকেট হারায় প্রোটিয়ারা। এক পর্যায়ে ৯৯ রানেই ৮ উইকেট হারিয়ে বিপাকে পড়ে তারা। ৯৬ রানে ৫ উইকেট থেকে ৯৯ রানে ৮ উইকেট স্কোরলাইন দাঁড়ায় স্বাগতিকদের। তবে দক্ষিণ আফ্রিকাকে পরাজয়ের হাত থেকে বাঁচিয়েছে মার্কো ইয়ানসেন-কাগিসো রাবাদ জুটি।
আরও পড়ুন: টিভিতে আজকের খেলা (৩০ ডিসেম্বর)
নবম উইকেটে এ দুজন মিলে গড়েছিলেন ৫১ রানের অপরাজিত এক জুটি। এ জুটির সুবাদেই জয়ের বন্দরে ভিড়ে প্রোটিয়ারা। ২ উইকেটের দারুণ এই জয়ে প্রথম দল হিসেবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের তৃতীয় চক্রের ফাইনালের টিকিট নিশ্চিত করেছে টেম্বা বাভুমার দল।
প্রসঙ্গত, ২০২৫ সালের ১১ জুন ইংল্যান্ডের লর্ডসে অনুষ্ঠিত হবে টেস্ট চ্যাম্পিয়নশীপের ফাইনাল। ১১ ম্যাচে ৭টি জয়ে সাউথ আফ্রিকার পয়েন্ট এখন ৮৮, জয়ের হার সবার চেয়ে বেশি (৬৬.৬৭ শতাংশ)।