বুধবার সেঞ্চুরিয়নের দ্বিতীয় একদিনের ম্যাচে শ্রীলঙ্কাকে ১১৩ রানে হারিয়ে পাঁচ ম্যাচের সিরিজে ২-০ তে এগিয়ে গেল দক্ষিণ আফ্রিকা। তাদের দেওয়া ২৫২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে মাত্র ১৩৮ রানেই থামে শ্রীলঙ্কা। ম্যাচ সেরা হন ডি কক।
এদিন টসে হেরে ব্যাটিংয়ে দারুন সূচনা করেন ডি কক ও হেন্ডরিক্স। উদ্ধোধনী জুটিতে ৯১ রান তোলার পর ব্যাক্তিগত ২৯ রানে হেন্ডরিক্স মালিঙ্গার শিকারে পরিণত হন। ৩০ রানের ব্যবধানে ফেরেন অন্য ওপেনার। ৭০ বল থেকে ১৭ বাউন্ডারি আর এক ছক্কর দারুন এক দৃষ্টিনন্দন ইনিংস খেলে ৯৪ রানে পেরেরার বলে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন ডি কক।
তৃতীয় উইকেটে ব্যাট করতে আসা ভ্যান ডার ডাসেল মাত্র ২ রানে পেরেরার শিকারে পরিণত হন। এ সময় ফ্যাফ ডুপ্লেসিস ও মুলডার চতুর্থ উইকেট জুটিতে ৩৯ রান তোলার পর প্রতিরোধ গড়েন ফার্নান্দো। তিনি ১৭ রান করা মুলডারকে প্যাভিলনে ফিরিয়ে দেন।
পঞ্চম উইকেটে মিলারকে সঙ্গে নিয়ে নিজের হাফ সেঞ্চুরি তুলে নেন ডু প্লেসিস। তবে দলীয় ২২০ রানে ৫৭ রান করে তিনি ফিরে গেলে ব্যাটিং বিপর্যয়ে পড়ে আফ্রিকা। মাত্র ৩১ রানে বাকি ৫টি উইকেট হারায় তারা। বাকিদের মধ্যে বলার মতো রান শুধু হেনড্রিক্সের ২৯ ও মিলারের ২৫৷
শ্রীলঙ্কার হয়ে থিসারা পেরেরা ৩টি এবং মালিঙ্গা ও ডি’সিলভা ২টি করে উইকেট নেন৷ একটি করে উইকেট ফার্নান্দো, রজিতা ও ধনঞ্জয়ার৷
পরে দক্ষিণ আফ্রিকার পেসারদের তোপে পড়ে ১৩৮ রানেই গুটিয়ে যায় শ্রীলঙ্কা। আফ্রিকার মতো শ্রীলঙ্কা শেষ ৫ উইকেট হারায় ৩১ রানে। শ্রীলঙ্কার হয়ে সর্বোচ্চ ৩১ রান করেন ফার্নান্দো৷ কুশল মেন্ডিস করেন ২৪ রান আর থিসারা পেরেরার সংগ্রহ ২৩৷
কাগিসো রাবাদা ৪৩ রানে ৩ উইকেট নেওয়ার পথে ওয়ান ডে ক্রিকেটে ১০০ উইকেটের মাইলস্টোন টপকে যান৷ দু’টি করে উইকেট নেন এনগিদি, নর্ৎজে ও ইমরান তাহির৷ ম্যাচ সেরা হয়েছেন ডি’কক৷ এই জয়ের সুবাদে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে ২-০ তে এগিয়ে গেল দক্ষিণ আফ্রিকা৷