কোহলি ও রেকর্ড শব্দ দুটি যেন একে অপরের পরিপূরক। কারণ কোহলি ব্যাট হাতে নামলেই নিত্য নতুন রেকর্ড নিজের নাম লেখান। যেমন শনিবার অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ওয়ানডেতে নতুন রেকর্ডে নাম তুললেন ভারতীয় অধিনায়ক রিরাট কোহলি।
শনিবার অস্ট্রেলিয়ার দেওয়া ২৩৭ রানের লক্ষ্য পঞ্চম উইকেটে ধোনি ও কেদার যাদবের অপরাজিত ১৪১ রানের জুটিতে সহজ জয় পেয়ে যায় ভারত। কোহলির নেতৃত্বে এটি ভারতের শেষ ৬৪টি ওয়ান-ডে ম্যাচে নেতৃত্ব দিয়ে ৪৮ নম্বর জয়। এতেই তিনি ছাড়িয়ে গেলেন ক্যারবিয়ান কিংবদন্তী ভিভ রিচার্ডসকে।
সফল অধিনায়কত্বের নিরিখে ভিভকে ছাড়িয়ে গেছেন কোহলি। ভিভ পঞ্চাশ ওভারের ফর্ম্যাটে দ্বীপপুঞ্জের দেশের নেতৃত্বভার সামলে ৪৭ বার জয় পেয়েছিলেন। দেশকে সবচেয়ে বেশি ওয়ান-ডে জেতানো ক্যাপ্টেনেদের তালিকায় কোহলি এখন থার্ড বয়। তাঁর আগে রয়েছেন ক্লাইভ লয়েড (৫০) ও রিকি পন্টিং (৫১)।