ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে লজ্জাকর হারের পরপরই সংযুক্ত আরব আমিরাতে আফগানিস্তানের মুখোমুখি হতে যাচ্ছে টাইগাররা। এরমধ্যে আফগানিস্তানের বিপক্ষে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য একাধিক চমক রেখে দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
ঘোষিত ১৫ সদস্যের দল থেকে বাদ পড়েছেন অলরাউন্ডার সাকিব আল হাসান ও লিটন দাস। এই সিরিজে অধিনায়ক থাকবেন নাজমুল হোসেন শান্তই। তার সহকারী হিসেবে থাকবেন মেহেদী হাসান মিরাজ। দলে ফিরেছেন ২০২৩ বিশ্বকাপের পর দল থেকে বাদ পড়া বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ। এছাড়া প্রথমবারের মতো ওয়ানডে দলে ডাক পেয়েছেন পেসার নাহিদ রানা।
আরও পড়ুন: টিভিতে আজকের খেলা (০২ নভেম্বর)
এক নজরে দেখে নিন বাংলাদেশের ১৫ সদস্যের স্কোয়াড:
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, জাকির হাসান, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, তাওহিদ হৃদয়, জাকের আলী অনিক, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, নাহিদ রানা।
প্রসঙ্গত, সংযুক্ত আরব আমিরাতকে হোমভেন্যু বানিয়ে এই সিরিজ আয়োজন করবে আফগানিস্তান। ৬ নভেম্বর হবে সিরিজের প্রথম ওয়ানডে। এরপর ৯ ও ১১ নভেম্বর সিরিজের বাকি দুই ম্যাচ অনুষ্ঠিত হবে।