বাঁ হাতের আঙুলে চিড় ধরার কারনে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গেছেন সাকিব আল হাসান। তার বাদ পড়ায় এখন সকলের মনে একটাই প্রশ্ন সাকিবের বিকল্প হয়ে কে উঠছেন নিউজিল্যান্ডের বিমানে।
যেহতু দুপুর ১১ টায় সাকিবের ছিটকে যাওয়ার খবরটি সংবাদ মাধ্যম গুলোতে আসে । তাই সকলের ধারণা ছিল মাশরাফি, তামিম, সাইফউদ্দীন ও রুবেল আজ রাত ১১.৫৫ মিনিটে নিউজিল্যান্ডের বিমানে উঠার আগেই সাকিবের বিকল্প ক্রিকেটারের নাম ঘোষণা আসবে। তেবে যতটুকু জানা গেছে আপাতত সাকিবের বদলি হিসেবে কাওকেই নিউজিল্যান্ড পাঠাচ্ছে না বিসিবি।
প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নুর অনুপস্থিতিতে আরেক নির্বাচক হাবিবুল বাসার একটি সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, হেড কোচ স্টিভ রোডসের সাথে কথা হয়েছে। তিনি এখনই সাকিবের কোনে বিকল্প চাননি।
এদিকে সাকিবের বিকল্প হিসেবে অনেক সমর্থকই ইমরুল কায়েসকে দলে নিতে চাইবেন। তবে তা সম্ভব নয়। নির্বাচক হাবিবুল বার্শার জানান, বিপিএলে শেষ দিকে কোমড়ে ব্যাথা পেয়েছেন ইমরুল। চিকিৎসক তাকে অন্তত্ব এক সপ্তাহ খেলার বাইরে থাকতে বলেছেন। তাই ওয়ানডে দলে তার যুক্ত হওয়ার সম্ভাবনা নেই।