বাংলাদেশ ক্রিকেট দলের বাঁহাতি স্পিনার জুটি আব্দুর রাজ্জাক-সাকিব আল হাসানের পর এখনও সেভাবে আর কোনো জুটি শেকড় গড়তে পারেনি। যদিও আরাফাত সানি রাজ্জাকের জায়গাটা নিয়েছিলেন অনেকটাই, কিন্তু চাকিংয়ের দায়ে দল থেকে সরে যেতে হয়েছে তাকে। এমন অবস্থায় সানজামুল ইসলাম অনেক দিনের একাকিত্বে ভোগা সাকিবের সঙ্গে জুটি বেঁধে দলে অবধারিত হতে চান। বাংলাদেশ ক্রিকেট দলে খেলতে চান স্পিনার হিসেবে, তৈরি করতে চান নিজের জন্য শক্ত অবস্থান।
চ্যাম্পিয়নস ট্রফির আগে জাতীয় দলে প্রথমবার সুযোগ পেয়েছিলেন তিনি নিউজিল্যান্ড-আয়ারল্যান্ডের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজে। সানজামুল ডাবলিনে আইরিশদের বিপক্ষে পাঁচ ওভার বল করে ২২ রান দিয়ে নিয়েছিলেন দুই উইকেট কিন্তু ওই ম্যাচের পর জাতীয় দলের জার্সি আর গায়ে ওঠানো হয়নি তার।
তবে ২৭ বছরের সানজামুল জিম্বাবুয়ে-শ্রীলঙ্কার বিপক্ষে অনুষ্ঠেয় ত্রিদেশীয় সিরিজে আবারও বাংলাদেশের জার্সি গায়ে ওঠানোর স্বপ্ন দেখছেন। এ প্রসঙ্গে বুধবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে গণমাধ্যমকে সানজামুল বলেন, ‘রাজ্জাক ভাই যাওয়ার পর সানি ভাই ভালো করছিলেন। চাকিংয়ের কারণে তিনি অফ হয়েছেন। আমার এখন সুযোগ এসেছে। আমি যেন আমার সেরাটা দিয়ে সাকিব ভাইয়ের পাশে স্পিনার হিসেবে বাংলাদেশ দলে থাকতে পারি, সেই চেষ্টাই করব।’
ডাবলিনের সেই ম্যাচের পর সুযোগ না পাওয়ায় হতাশ কিনা এ প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘এটা হতাশা না, আসলে। আমি ওখানে একটা ম্যাচ খেলার পর আর সুযোগ পাইনি কন্ডিশনের কারণে। বাইরে বসে থেকে অনেক কিছু শেখার চেষ্টা করেছি। সেগুলো অ্যাপ্লাই করে এখন সুযোগ পেয়েছি। এখন যেন আমি ভালো কিছু করতে পারি। দলে নিয়মিত হতে পারি, সেটাই আমার লক্ষ্য।’
ব্যাটসম্যান হিসেবেও ঘরোয়া ক্রিকেটে যথেষ্ট সুনাম রয়েছে সানজামুলের। জাতীয় দলের মূল একাদশে সুযোগ পেলে সেখানেও কিছু করে দেখানোর প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, ‘আমাদের লোয়ার অর্ডার ব্যাটসম্যানরা যেন দলের জন্য কিছু রান করে অবদান রাখতে পারে, সেটা চেষ্টা করছি। তাহলে আমরা ফাইট দিতে পারব। আমাদের ব্যাটসম্যানদের একটা স্ট্রেংন্থ থাকবে যে ওরা ফ্রিলি খেলতে পারবে। আমাদের টেল-এন্ডাররা আছে, ওরা রান করবে। আমরা যদি হেল্প করি, তাহলে দলের জন্য অনেক বাড়তি পাওনা।’
প্রথম শ্রেণির ক্রিকেটে বাংলাদেশের বোলারদের মধ্যে ইনিংস-সেরা বোলিংয়ের রেকর্ড ৮০ রান দিয়ে ৯ উইকেট পাওয়া রাজশাহীর ছেলে অলরাউন্ডার সানজামুল ইসলাম ত্রিদেশীয় সিরিজে সাকিবের সাথে জুটি তৈরি করে দলের জন্য অসাধারণ কিছু করবেন এই প্রত্যাশা রইলো।