আরব আমিরাতে অনুষ্ঠিতব্য আসন্ন এশিয়াকাপ ২০১৮ এর জন্য মাশরাফি বিন মুর্তজা’কে অধিনায়ক করে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অনেক শঙ্কা কাটিয়ে ঘোষণা করা দলেই আছেন সাকিব আল হাসান।
আর টাইগারদের এই স্কোয়াডে রয়েছে বেশ কয়েকটি চমক। দল থেকে বাদ পড়েছেন বেশ কয়েকজন পরিচিত মুখ তাদের মধ্য রয়েছেন সৌম্য সরকার, সাব্বির রহমান, বিজয় ও আবু যায়েদ রাহী।
আর চমক হিসেবে দলে জায়গা করে নিয়েছেন মোহাম্মদ মিঠুন, যিনি আয়ারল্যান্ড সফরে এ দলের সাথে ভালো ব্যাটিং করে সবার নজর কেড়েছিলেন। ১৫ সদস্যের দলে ডাক পেয়েছেন আরিফুল হক। তবে এবারও সুযোগ পাননি গত ওয়েস্ট ইন্ডিজ সফরের ওয়ানডে দলে না থাকা সৌম্য সরকার। এমনকি গত আয়ারল্যান্ড সফরে ব্যাট হাতে দারুণ পারফর্মেন্স করার পরেও মমিনুল হককে ১৫ সদস্যের এই স্কোয়াডে রাখা হয়নি।
ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন নাজমুল ইসলাম অপু। এবং দলে আরো সুযোগ পেয়েছেন মোহাম্মদ মিথুন।
এশিয়া কাপে বাংলাদেশের ১৫ সদস্যের স্কোয়াড:
** ব্যাটসম্যান**
১.তামিম ইকবাল
২.লিটন কুমার দাস
৩.মুশফিকুর রহিম
৪.মাহমুদুল্লাহ রিয়াদ
৫.নাজমুল হোসাইন শান্ত
৬.মোসাদ্দেক হোসেন সৈকত
৭.আরিফুল হক
৮.মোহাম্মদ মিথুন
**পেসার**
১.মাশরাফি বীন মোর্তজা (অধিনায়ক)
২.রুবেল হোসাইন
৩.মোস্তাফিজুর রহমান
৪.আবু হায়দার রনি
**স্পিনার**
১.মেহেদি হাসান মিরাজ
২.নাজমুল ইসলাম অপু
**অল-রাউন্ডার**
১.সাকিব আল হাসান (সহ অধিনায়ক)