এবারের বিপিএলে ঢাকা আবহানীতে খেলবেন সাব্বির রহমান। সাম্প্রতিক সময়ে দারুণ ছন্দে থাকা সাব্বির নিউজিল্যান্ড সফরে ক্যারিয়ারের প্রথম ওয়ানডে সেঞ্চুরি করেছেন এইতো কিছুদিন আগেই। তার সাথে অন্য ম্যাচেও করেছিলেন ৪৩ রান। এমন অসাধারণ ইনিংস খেলার পর দলের চাওয়ার পাল্লাটাও বেড়ে গেছে তার প্রতি।
আবহানীর কোচ খালেদ মাহমুদ সুজন বলেন, সাব্বিরের জন্য এই লিগটা খুবই গুরুত্বপূর্ন। তার আত্মবিশ্বাসের জন্যও ভালো হবে ডিপিএল। বড় রান করতে পারলে তো আরও ভালো। বিপিএলে যদি আমরা ১৬ তা ম্যাচ খেলি আর সে যদি ৩-৪টা সেঞ্চুরি করতে পারে তবে তা হবে বিশাল বড় অর্জন। বিশ্বকাপের আগেই সে যদি এমন অসাধারণ ইনিংস খেলতে পারে তাহলে তার আত্মবিশ্বাস বাড়াতে কাজ করবে।