সিডিনিতে চতুর্থ টেস্টে শেষ দুই দিনের খেলায় আধিপত্ত দেখাচ্ছে বৃষ্টি। রবিরার চতুর্থ দিনে খেলা হয়েছিল মাত্র ২৫.২ ওভার। সোমাবার পঞ্চম দিনেও মাঠে খেলা গড়ানো নিয়ে শঙ্কা ছিল। বৃষ্টির দাপটে আজ দিনের প্রথম দুটি সেশনে একটি বলও মাঠে গড়াতে পারেনি। বৃষ্টি বন্ধ হওয়ার সম্ভাবনা না থাকায় শেষ অবদি পঞ্চম দিনের খেলা পরিত্যাক ঘোষণা করে আম্পায়াররা।
চার ম্যাচের টেস্ট সিরিজ ২-১ ব্যবধানে জিতে নিলো ভারত। এর আগে সিরিজের প্রথম ম্যাচে জিতেছিল ভারত। দ্বিতীয়টিতে জিতে সিরিজে সমতা এনেছিল অস্ট্রেলিয়া। তবে মেলবোর্নে টেস্টে জিতে ভারত সিরিজে লিড নিয়েছিল। চার ম্যাচের টেস্টে সিরিজে তিনিটি সেঞ্চুরি হাঁকিয়ে সিরিজ সেরা হয়েছেন চেতেশ্বর পূজারা।
চতুর্থ টেস্ট ভারত প্রথমে ব্যাট করে ৭ উইকেটে ৬২২ রানের বিশাল রান সংগ্রহ করেছিল। ভারতেদর হয়ে প্রথম ইনিংসে ১৯৩ রানের ইনিংস খেলেন টেতেশ্বর পূজারা। এছাড়া পান্থ খেলেন ১৫৯ রানের অপরাজিত ইনিংস।
জবাবে তাড়া করতে নেমে অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে অলআউট হয়ে যায় ৩০০ রানে৷ প্রথম ইনিংসে অস্ট্রেলিয়া পাঁচ উইকেট একাই তুলে নেন কুলদ্বীপ। ফলো-অন করতে বাধ্য হওয়া অজি দল দ্বিতীয় ইনিংসে বিনা উইকেটে ৬ রান তুলে চতুর্থ দিনের খেলা শেষ করে৷ মন্দ আলোয় এদিন চায়ের বিরতির পর আর বল পড়েনি সিডনির বাইশগজে৷ শেষ দিনেও সিডনিতে বৃষ্টির আশঙ্কা ছিল৷ সেই আশঙ্কাটাই শেষমেশ সত্যি প্রমাণিত হয়৷
মূলত টেস্টের চতুর্থ দিনে বৃষ্টির বাঁধায় সিডনি টেস্টের ফলাফল অনেকটা নিশ্চিত হয়ে গিয়েছিল। কারণ আজ শেষ দিনে অস্ট্রেলিয়া সারাদিন ব্যাট করেও ভারতকে টার্গেত দিতে পারত না। তাই শেষ টেস্ট ড্র হচ্ছে এটা প্রায় অনুমিতই ছিল। অথবা শেষ টেস্ট জিতে ভারত ৩-১ ব্যবধানে সিরিজ জয়ের স্বদ্ধ পেতো।
বৃষ্টির জন্য সিডনিতে’তে পঞ্চম দিনের প্রথম সেশনের খেলাও পরিত্যক্ত হয়৷ লাঞ্চের পরেও খেলা শুরু হওয়ার ইঙ্গিত ছিলো না৷ বৃষ্টি থামলেও গ্রাউন্ডসম্যানরা মাঠ খেলার উপযোগী করে তোলার ফাঁকে ভারতীয় ক্রিকেটারদের একদফা ফুটবল নিয়ে গা ঘামাতেও দেখা যায়৷ সিডনির স্থানীয় সময় ২.৩০ মিনিটে খেলা পরিত্যক্ত বলে ঘোষণা করেন আম্পায়াররা। এর মধ্য দিয়ে ৭০ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজ জয়ের স্বাদ পেলো ভারত। পরিসংখ্যান বলছে অস্ট্রেলিয়ার মাটিতে ভারতের শেষ ১২ টেস্টে সিরিজে এই প্রথম জয় পেলো ভারত। বাকি ১১ টির ৮ টিতে হার ও ৩টি ড্র করেছে তারা।