আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের সিরিজে পিছিয়ে পড়া টাইগাররা দ্বিতীয় ম্যাচের আগে আছে প্রচণ্ড চাপে। একের পর এক দুসংবাদ টাইগারদের ঘাঁটিতে। অসুস্থতার কারণে দলে ছিলেন না লিটন দাস। ভিসা জটিলতায় প্রথম ম্যাচে খেলতে পারেননি নাসুম আহমেদ ও নাহিদ রানা। এমনকি ইনজুরির কারণে এবার দ্বিতীয় ওয়ানডে খেলতে পারবেন না মুশফিকুর রহিম।
শনিবার (৯ নভেম্বর) সিরিজে সমতায় ফেরার লক্ষ্যে আফগানিস্তানের মুখোমুখি হচ্ছে টাইগাররা। উইকেটকিপার মুশফিকুর রহিম ছিঁটকে যাওয়ায় এই ম্যাচে বাংলাদেশের একাদশে নিশ্চিতভাবেই পরিবর্তন আসছে।
মুশফিকের জায়গায় ওয়ানডে অভিষেক হতে যাচ্ছে উইকেটকিপার জাকের আলী অনিকের। শুক্রবার (৮ নভেম্বর) ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনেও জাকেরের অভিষেকের ইঙ্গিত দিয়েছেন মেহেদী হাসান মিরাজ।
আরও পড়ুন: টিভিতে আজকের খেলা (০৯ নভেম্বর)
এ ব্যাপারে মেহেদী হাসান মিরাজ বলেন, ‘দলের সমন্বয়ের কথা যদি বলেন দেখুন, আমাদের কিন্তু অপশনও খুব বেশি নেই। লিটন দাস অসুস্থ, সে থাকলে দলের সমন্বয়টা আরও ভালো থাকতো হয়ত। যেহেতু ওইরকম সুযোগ নেই, জাকের আলির জন্য বেস্ট অব লাক। ওর জন্য ভালো একটা সুযোগ। সুযোগ আসছে, ও যদি শতভাগ দিতে পারে অবশ্যই ওর নিজের ক্যারিয়ারের জন্যও ভালো, দেশের জন্যও ভালো হবে।’
এক নজরে দেখে নিন আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশের সম্ভাব্য একাদশ:
তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান।