বাংলাদেশের
হ্যামিলটন টেস্টে প্রথম দিনে শেষে চাপে পড়েছে বাংলাদেশ দল। প্রথমে ব্যাট করে তাদের করা ২৩৪ রানের জবাবে দিন শেষে উইকেটে ৮৬ রান করেছে নিউজিল্যান্ড। হ্যামিল্টন টেস্টের প্রথম দিন শেষে বাংলাদেশ এগিয়ে আছে ১৪৮ রানে। ক্যারিয়ারের অষ্টম অর্ধশত তুলে নিয়েছেন জিত রাভাল। ৫১ রানে অপরাজিত রয়েছেন তিনি। ফিফটির দোরগোড়ায় লাথামও। তিনিও অপরাজিত আছেন ৩৫ রানে।
দিনের তৃতীয় সেশনেই ব্যাটিং করার সুযোগ পায় নিউজিল্যান্ড। বাংলাদেশের হয়ে বোলিং উদ্ধোধন করেন আবু জায়েদ রাহি। তবে এদিন দ্বিতীয় ওভারে সাফল্য পেতে পারত বাংলাদেশ। কিন্তু দ্বিতীয় স্লিপে সৌম্যর ক্যাচ মিসের জন্য অভিষেক ম্যাচের দ্বিতীয় বলে উইকেটের স্বাদ পাওয়া থেকে বঞ্চিত হন ইবাদত হোসেন। জীবন পান টম ল্যাথাম।
এছাড়া উইকেট তুলে নেওয়ার আর কোনো সুযোগ তৈরি করতে পারেনি বাংলাদেশ। শুক্রবার টেস্টের দ্বিতীয় দিনে টাইগারদের নিয়ন্ত্রনে নিতে সকাল থেকেই পেসারদের ভালো কিছু করে দেখাতে হবে। অন্যদিকে নিউজিল্যান্ডের লক্ষ্য থাকবে উদ্ধোধনী জুটি আরো বড় করে বাংলাদেশকে চেপে ধরার।
এর আগে দিনের শুরুতে টসে হেরে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। প্রথম সেশনে ১২২ রানে ২ উউকেট হারালেও এর পরেই হ্যামিলটন টেস্টের কতৃত্ব হারায় বাংলাদেশ। বাংলাদেশি ব্যাটসম্যানদের মধ্যে তামিমের ১২৬ রান ছাড়া বাকিরা কেউই বড় রান তুলতে পারেননি।
এছাড়া উইকেটরক্ষক লিটন দাস ২৯, সাদমান ইসলাম ২৪, অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ ২২, মোমিনুল হক ১২, মেহেদি হাসান মিরাজ ১০, মোহাম্মদ মিথুন ৮, আবু জায়েদ ২, সৌম্য সরকার ১ ও খালেদ আহমেদ শুন্য রানে আউট হন। শেষ ব্যাটসম্যান এবাদত হোসেন শুন্য রানে অপরাজিত থাকেন। নিউজিল্যান্ডের নিল ওয়াগনার ৪৭ রানে ৫ উইকেট নেন। টিম সাউদি ৩ উইকেট শিকার করেন।