পল্টনস্থ শহীদ (ক্যাপ্টেন) এম. মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে আজ অনুষ্ঠিত হবে ‘তাসমেরী অনুর্ধ্ব-১৪ স্কুল হ্যান্ডবল টুর্নামেন্ট (বালক ও বালিকা)-২০২৪’ এর ফাইনাল ম্যাচ। এই ম্যাচের আয়োজন করেছে বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের ব্যবস্থাপনায় এবং তাসমেরী অ্যান্ড কোম্পানি।
সোমবার (১১ নভেম্বর) দুপুর ২.৩০ মিনিটে বালিকা বিভাগ ও বিকেল ৩.৩০ মিনিটে বালক বিভাগের ফাইনাল অনুষ্ঠিত হবে। এর আগে একই ভেন্যুতে সকালে অনুষ্ঠিত হবে উভয় বিভাগের সেমিফাইনাল ও ৩য়-৪র্থ স্থান নির্ধারণী ম্যাচ।
বালক বিভাগে সেমিফাইনালে লড়বে সানিডেইল বনাম সেন্ট গ্রেগরী হাই স্কুল এবং নারিন্দা সরকারী উচ্চ বিদ্যালয় বনাম নির্ঝর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল।
আরও পড়ুন: টিভিতে আজকের খেলা (১১ নভেম্বর)
বালিকা বিভাগের শেষ চারে মুখোমুখি হবে ভিকারুননিনা নুন স্কুল এন্ড কলেজ বনাম শহীদ বীর উত্তম লে: আনোয়ার কলেজ এবং শেরে বাংলা বালিকা মহাবিদ্যালয় বনাম সানিডেইল।
ফাইনাল শেষে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করবেন আন্তর্জাতিক মাষ্টার রানী হামিদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তাসমেরী অ্যান্ড কোম্পানির মালিক মো.সেলিম বিন বাতেন।