না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক জাকারিয়া পিন্টু (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।)। মৃত্যুকাল তার বয়স হয়েছিল ৮১ বছর।
সোমবার (১৮ নভেম্বর) দুপুর পৌনে ১২টায় রাজধানীর শঙ্করে ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
আরও পড়ুন: সাফজীয়দের ফ্রিজ উপহার দিলো ওয়ালটন
জানা গেছে, রোববার বিকেলে হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পরলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সন্ধ্যার দিকে তার অবস্থা গুরুতর হয়। এরপর তাকে সিসিইউতে নেওয়া হয়েছিল। সেখানেই হার্ট স্ট্রোক করেন তিনি। ফলে তার অবস্থার দ্রুত অবনতি ঘটে। যেখান থেকে আর তাকে ফেরানো যায়নি।