বিপিএল চট্টগ্রাম পর্বের দ্বিতীয় দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হচ্ছে সিলেট সিক্সার্স ও খুলনা টাইটান্স। এই ম্যাচে সিলেট টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ১.৩০ মিনিটে।
চলতি আসরে ৯ ম্যাচে তিনটি জয় পেয়েছে সিলেট সিক্সার্স। শেষ ম্যাচে তারা রাজশাহী কিংসকে হারিয়ে সুপার ফোরে খেলার আশা জিইয়ে রেখেছে। অন্যদিনে তাদের নিচে টেবিলের সপ্তম স্থানে থাকা খুলনা টাইটান্স ৯ ম্যাচ ২টিতে জয় পেয়েছে। সুপার ফোর থেকে তারা ছিটকে গেছে এরইমধ্যে।
শেষ ম্যাচে তারা এই সিলেটকেই ২১ রানে হারিয়ে আসরের দ্বিতীয় জয় তুলে নিয়েছিল। তাই টেবিলের তলনীর এই দুই দলের মধ্যে এক জমজমাট লড়াইয়ের অপেক্ষায় রয়েছে সবাই।
সিলেট সিক্সার্স: অলক কাপালী (অধিনায়ক), পুরান, তানভীর, নেওয়াজ, জেসন রায়, লিটন দাস, সাব্বির, তাসকিন, আফিফ, ইবাদত হোসেন চৌধুরী, নাবিল সামাদ চৌধুরী।
খুলনা টাইটান্সঃ টেইলর, জুনায়েদ খান, আল আমিন, শান্ত, মাহমুদউল্লাহ, আরিফুল, ভেসি, ইয়াসির, তাইজুল, শুভাশিস, জুনায়েদ খান।