রিয়াল মাদ্রিদের সাবেক সভাপতির রামন কালদেরন দাবি করেছেন মোটা অংকের অর্থের বিনিময়ে নেইমারকে পিএসজি থেকে রিয়ালে টানতে ক্রিস্তিয়ানো রোনালদোকে ছেড়ে দিয়েছিল রিয়্যাল মাদ্রিদ।
গত বছরের জুলাইয়ে ১১ কোটি ২০ লাখ ইউরো ট্রান্সফার ফিতে ইতালিয়ান ক্লাব ইউভেন্তুসে যোগ দেন রোনালদো। রিয়ালের হয়ে ৯ বছরের ক্যারিয়ারে চারটি চ্যাম্পিয়ন্স লিগ ও দুটি লা লিগাসহ জেতেন অসংখ্য শিরোপা। সব প্রতিযোগিতা মিলে পাঁচবারের বর্ষসেরা এই ফুটবলার করেন ক্লাবের ইতিহাসে রেকর্ড ৪৫০ গোল।
কালদেরন মনে করেন, আকর্ষণীয় চুক্তি না পাওয়ার হতাশায় রিয়াল ছাড়েন রোনালদো।
“চ্যাম্পিয়ন্স লিগ জয়ের পর ক্রিস্তিয়ানো চাইছিল তার বেতন বাড়ুক। কিন্তু, ফ্লোরেন্তিনো তা প্রত্যাখ্যান করল। রোনালদো ক্ষুব্ধও ছিল কারণ রিয়াল নেইমারকে দলে টানতে বড় অর্থ খরচ করতে প্রস্তুত ছিল।”
“ফ্লোরেন্তিনো রোনালদোকে বলেছিল, কেউ ১০ কোটি ইউরো দিতে চাইলেই সে যেতে পারে। আর সেটাই ঘটল।”