সব অপেক্ষার অবসান হবে আজ। শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১১তম আসরের খেলা। সাত দলের টুর্নামেন্ট শেষ হবে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত।
তিন ভেন্যুতে প্রায় দেড় মাস ধরে ক্রিকেট উত্তেজনায় মাতবে দেশ। ঢাকা, সিলেট, চট্টগ্রাম, ঢাকা এই চারটি ভাগে হবে ৪৬টি ম্যাচ। প্রথম ভাগের ম্যাচগুলো হবে ঢাকায়। চারটি ম্যাচ ডেতে প্রথম পর্বে মিরপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে মোট আট ম্যাচ।
আরও পড়ুন: টিভিতে আজকের খেলা (৩০ ডিসেম্বর)
এক নজরে দেখে নিন ঢাকা পর্বের পূর্ণাঙ্গ সূচি:
মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে হবে ঢাকা পর্বের পূর্ণাঙ্গ সূচি। মঙ্গলবারের প্রথম ম্যাচ শুরু হবে দুপুর ১২টায় ও দিনের শেষ ম্যাচ সাড়ে ৬টার পরিবর্তে শুরু হবে বিকেল ৫টায়।
৩০ ডিসেম্বর: প্রথম ম্যাচে মুখোমুখি হবে ফরচুন বরিশাল-দুর্বার রাজশাহী। দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে রংপুর রাইডার্স-ঢাকা ক্যাপিটাল।
৩১ ডিসেম্বর: প্রথম ম্যাচে মুখোমুখি হবে খুলনা টাইগার্স-চিটাগং কিংস (দুপুর ১.৩০ মিনিট)। দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে সিলেট স্ট্রাইকার্স-রংপুর রাইডার্স (সন্ধ্যা ৬.৩০মিনিট)।
আরও পড়ুন: বিপিএল শুরুর আগেই হঠাৎ সূচি পরিবর্তন বিসিবির
২ জানুয়ারি: প্রথম ম্যাচে মুখোমুখি হবে দুর্বার রাজশাহী-ঢাকা ক্যাপিটাল (দুপুর ১.৩০ মিনিট)। দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে ফরচুন বরিশাল-রংপুর রাইডার্স (সন্ধ্যা ৬.৩০মিনিট)।
৩ জানুয়ারি: প্রথম ম্যাচে মুখোমুখি হবে দুর্বার রাজশাহী-চিটাগং কিংস (দুপুর ২ মিনিট)। দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে ঢাকা ক্যাপিটাল-খুলনা টাইগার্স (সন্ধ্যা ৭টা)।