26.4 C
New York
Saturday, June 21, 2025

Buy now

৩৭ ফেডারেশনের অর্থছাড় স্থগিত

বার্ষিক আয়-ব্যয়ের হিসাব বিবরণী ও অডিট প্রতিবেদন জমা না দেওয়া দেশের ৩২টি ক্রীড়া ফেডারেশনের জন্য অর্থছাড় প্রক্রিয়া সাময়িক স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)।

৫ আগস্টের পর সভাপতিদের বিষয়ে তথ্য না দেওয়ায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডসহ আরও ৫ ফেডারেশনের বিরুদ্ধেও একই ব্যবস্থা নিয়েছে এনএসসি। সব মিলিয়ে ৩৭ ফেডারেশন ও অ্যাসোসিয়েশনকে আপাতত কোনো অর্থ বরাদ্দ না দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

মঙ্গলবার (২৯ অক্টোবর) যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার অনুমোদনে এই সংক্রান্ত চিঠি জারি করেছে এনএসসি।

আরও পড়ুন: টিভিতে আজকের খেলা (৩০ অক্টোবর ২০২৪)

জানা গেছে, জাতীয় ক্রীড়া পরিষদ আইন ২০১৮ সালের ২৩ নম্বর ধারায় প্রতিটি ফেডারেশনের আয়-ব্যয় হিসাব বিবরণী ও অডিট প্রতিবেদন পরবর্তী বছরের সেপ্টেম্বর মাসের মধ্যে জাতীয় ক্রীড়া পরিষদে জমা দেওয়ার নির্দেশনা রয়েছে। এবার এই বিষয়ে চিঠি দিয়েছিল এনএসসি।

কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে ২৩ ফেডারেশন অডিট রিপোর্ট জমা দিলেও বাকি ৩২ ফেডারেশন অডিট জমা দেয়নি।

অডিট রিপোর্ট না দেওয়া ফেডারেশনগুলো হলো–সাইক্লিং, উশু, দাবা, কাবাডি, কারাতে, স্কোয়াশ, শ্যুটিং, অ্যাথলেটিকস, গলফ, জিমন্যাস্টিকস, রোয়িং, শরীর গঠন, ব্রিজ, বেসবল-সফট বল, সেপাক টাকরো, বাশাআপ, প্যারা আর্চারি, মাউন্টেরিং, থ্রো বল, কান্ট্রি গেমস, মার্শাল আর্ট, ঘুড়ি, কিক বক্সিং, আন্তর্জাতিক তায়কোয়ান্দো, ব্যুথান, সার্ফিং, ইয়োগা, চুকবল, জুজুৎসু, খিউকুশিন, হকি ও টেনিস।

Related Articles

Leave a reply

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,913FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles