দিনের দ্বিতীয় খেলায় সহজ জয় পেলো মাশরাফির রংপুর। কুমিল্লার দেওয়া ৬৪ রানের লক্ষ্য ৯ উইকেট ও ৪৮ বল হাতে রেখেই জয় পেলো তারা। তিন ম্যাচে এটি তাদরে টানা দ্বিতীয় জয়।
মাশরাফির আগুন ঝড়া বোলিংয়ের পর সকলের আশা ছিল গেইলের ব্যাটে দেখা যাবে চার-ছক্কার ফুলঝুড়ি। তেবে সবাইকে হতাশ করে আসরের ৫ বল থেকে ১ রান করে প্রথমেই প্যাভিলনের পথ ধরেন। তাদের বিদায় করেন আবু হায়দার। এ সময় তাদরে দলীয় স্কোর ছিল ১৪/১ ।
শুরুতে উইকেট হারালেও জয় পেতে আর কোনো সমস্যা হয়নি রংপুরের। ওপেনার মারুফ ও দ্বিতীয় উইকেটে ব্যাট করতে নামা রাইলি রুশো রংপুরের জয় নিশ্চিত করে মাঠ ত্যাগ করেন। এই দুই ব্যাটসম্যানে অপরাজিত ৫০ রানের জূটিতে ইনিংসের ১২তম ওভারেই জয় তুলে নেন।
মারুফ ৩৯ বল থেকে ৩৬ এবং রুমো ২৮ বল থেকে ২০ রান নিয়ে অপারজিত থাকেন।
আজকের ম্যাচে বিপিএলে মাশরাফির ক্যারিয়ার সেরা ১১ রানে ৪ উইকেট নিয়ে ম্যাচ সেরা নির্বাচীত হয়েছেন।