দ্বিতীয় একদিনের ম্যাচে টানটান উত্তেজনার ম্যাচে অস্ট্রেলিয়াকে ৮ রানে হারিয়ে চলতি ৫ ম্যাচের ওয়ানডে সিরিজে ২-০ তে এগিয়ে গেল ভারত। আর এই জয়েই একটি অভিজাত মাইলফলকের তালিকায় জায়গা করে নিয়েছে ভারতীয় দল।
মঙ্গলবার নাগপুরে অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে জয়ের সুবাদে ওয়ানডে ক্রিকেট ইতিহাসের ৫০০ জয়ের মাইলফলকে পৌঁছে গেছে বিরাট কোহলির ভারতীয় দল। ১৯৭৪ থেকে এ পর্যন্ত ৯৬৩টি ওয়ানডে ম্যাচ খেলে এই মাইলফলকে পৌঁছালো ভারত৷ ৪১৪ ম্যাচে পরাজয় দেখেছে তারা। আর বাকি ৯ ম্যাচে টাই হয়েছে আর বাকি ৪০ ম্যাচে কোনো ফলাফল আসেনি।
তবে ৫০০ ওয়ানডে ম্যাচ জয়ের তালিকায় দ্বিতীয় দল ভারত। এই তালিকায় সবার উপরে রয়েছে অস্ট্রেলিয়া। ৯২৪ ওয়ানডেতে তারা জয় পেয়েছে ৫৫৮টি ম্যাচে।