ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওয়ানডে ম্যাচ চলাকালীন অধিনায়কের সঙ্গে তর্কে জড়িয়ে মাঠ থেকে বেরিয়ে গেছেন ক্যারিবিয়ান পেসার আলজারি জোসেফ।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) দিনগত রাতে ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওয়ানডে ম্যাচে ৮ উইকেটের জয় পেয়ে ২-১ এ সিরিজ জিতেছে ওয়েস্ট ইন্ডিজ। তবে সব ছাড়িয়ে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠে জোসেফের আচরণ।
ইংল্যান্ডের ব্যাটিং এর সময় ৪র্থ ওভারে বোলিং করতে আসেন জোসেফ। তখন ফিল্ডিং সাজানো নিয়ে আলোচনা করছিলেন উইন্ডিজ অধিনায়ক শাই হোপ। এরপরই জোসেফের বলে দারুণ এক শট খেলেন জর্ডান কক্স। এসময় রাগের মাথায় কিছু একটা বলতে থাকেন জোসেফ। বোঝাই যাচ্ছিল ফিল্ডিং সাজানো নিয়ে হোপের ওপর রেগেছেন তিনি।
আরও পড়ুন: টিভিতে আজকের খেলা (০৯ নভেম্বর)
সেই ওভারেই কক্সকে আউট করেন জোসেফ। এরপরই ওভার শেষ করে অধিনায়কের সঙ্গে কোনো আলোচনা না করেই মাঠ ছেড়ে ডাগআউটে চলে যান এই উইন্ডিজ পেসার। তবে মাঠ থেকে বের হয়ে আসার আগে হাত তুলে জোসেফকে মাঠে থাকার অনুরোধ করেন কোচ ড্যারেন সামি। সেই অনুরোধকে পাত্তাই দেননি তিনি। তার এমন আচরণে হতভম্ব হয়ে পড়েন অধিনায়ক ও বাকি সতীর্থরা।