নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ সিরিজে প্রথম ওয়ানডেতে ৮ উইকেটের বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। শনিবার ভোর ৪ টায় সিরিজের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে তারা। এটি বাংলাদেশের জন্য যেমন সিরিজ বাঁচানোর লড়াই তেমনি এই ম্যাচ দিয়েই নতুন মাইলফলকের স্পর্শ করতে যাচ্ছেন মুশফিকুর রহিম।
বাংলাদেশের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে ওয়ানডেতে ২শ ম্যাচ খেলার দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছেন ৩১ বছর বয়সী মুশফিক। তার আগে বাংলাদেশের হয়ে শুধুমাত্র বর্তমান ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা ২শ ওয়ানডে ম্যাচ খেলার কৃতীত্ব অর্জন করেছেন।
জিম্বাবুয়ের বিপক্ষে ২০০৬ সালে হারারেতে ওয়ানডে অভিষেক হয় মুশফিকের। এরপর থেকেই উইকেটরক্ষক- মিডল অর্ডার ব্যাটসম্যান হিসেবেই দলের অপরিহার্য খেলোয়াড় হয়ে উঠেন মুশফিক।
২০১১ সালে টেস্ট, ওয়ানডে ও টি-২০ দলের অধিনায়কত্বের দায়িত্ব পান মুশফিক। ২০১৭ সাল পর্যন্ত টেস্ট দলের অধিনায়ক থাকলেও, ২০১৪ সালে ওয়ানডে ও টি-২০ দলের দায়িত্ব থেকে মুশফিককে সরিয়ে দেয়া হয়।
এখন পর্যন্ত ১৯৯ ওয়ানডেতে ৬টি সেঞ্চুরিতে ৫৩৫১ রান করেছেন মুশফিক। ব্যাটিং গড়- ৩৪ দশমিক ৭৪। উইকেটের পেছনে ১৬৪টি ক্যাচ ও ৪২টি স্টাম্পিং করেছেন মুশফিক।
নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে মুশফিকের ব্যাট থেকে এসেছিল মাত্র ৫ রান। তাই দ্বিতীয় ওয়ানডেতে দলকে জয় এনে দিয়ে নিজের মাইলফলকে স্বরণীয় করে রাখতে চাইবেন তিনি।