সম্প্রতি ভারতীয় টেস্ট অধিনায়ক বিরাট কোহলি দক্ষিণ আফ্রিকায় আসন্ন ৩ ম্যাচের টেস্ট সিরিজের জন্য দলের প্রস্থানের আগে সংবাদমাধ্যমে বেশ কিছু বিষয়ে খোলাসা করেন।
ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের একদিনের আন্তর্জাতিকে ভারতের অধিনায়ক হিসেবে রোহিত শর্মাকে নিযুক্ত করার সিদ্ধান্তের পরে বিরাট অনেক গুজব এবং কথোপকথনের কেন্দ্রে রয়েছেন।যদিও কয়েক বছর ধরে বিরাট এবং রোহিতের মধ্যে `ফাটল’ হওয়ার বেশ কয়েকটি অপ্রমাণিত প্রতিবেদন রয়েছে।
বিরাট সমস্ত গুজব বন্ধ করার সিদ্ধান্ত নিয়ে সমস্ত বিতর্কিত প্রশ্নের মুখোমুখি হয়েছিলেন এবং অত্যন্ত স্পষ্ট উত্তর দিয়েছিলেন।
দেখে নিন বিরাট কোহিলির সব জবাব গুলো –
ওয়ানডে সিরিজ থেকে প্রস্থানের কারণ সম্পর্কে বিরাট বলেন, আমি ছিলাম এবং আমি সব সময় নির্বাচনের জন্য উপলব্ধ। আমি বিসিসিআইয়ের সাথে বিশ্রামের জন্য কখনও যোগাযোগ করিনি। আমি দক্ষিণ আফ্রিকায় ওডিআই সিরিজের জন্য উপলব্ধ, এবং সবসময় উপলব্ধ ছিলাম।
দক্ষিণ আফ্রিকার ওয়ানডেতে বিশ্রাম নেওয়ার কথা শোনা যাচ্ছে এ ব্যাপারে তার মন্তব্য কি? জবাবে তিনি বলেন, যারা মিথ্যা লিখছে তাদের কাছে এটা জিজ্ঞাসা করা উচিত। এই বিষয়ে বিসিসিআইয়ের সাথে আমার যোগাযোগ এমন হয়নি যে আমি বিশ্রাম নিতে চাই।
ওডিআই অধিনায়ক থেকে অপসারণের বিষয়ে যোগাযোগের বিষয়ে তিনি বলেন, টেস্টের জন্য নির্বাচনের দেড় ঘণ্টা আগে আমার সাথে যোগাযোগ করা হয়েছিল।প্রধান নির্বাচক আমার সাথে টেস্ট স্কোয়াড নিয়ে আলোচনা করেছেন। কল শেষ হওয়ার আগে, আমাকে বলা হয়েছিল যে পাঁচ নির্বাচক সিদ্ধান্ত নিয়েছেন যে আমি আর ওয়ানডে অধিনায়ক থাকব না। এই বিষয়ে আগে কোনো যোগাযোগ ছিল না।
রোহিত শর্মার সঙ্গে বিবাদের প্রসঙ্গে তিনি জানান, আমার এবং রোহিত শর্মার মধ্যে কোন সমস্যা নেই। আমি গত দুই বছর ধরে পরিষ্কার করে দিয়েছি এবং আমি এখন ক্লান্ত। আমি একটা কথাও বলতে চাই যে আমার কোনো কাজ বা সিদ্ধান্তই দলকে নামিয়ে দেবে না।
সাদা বলের ক্রিকেটে ব্যাটারের ভূমিকায় তার কর্তব্য নিয়ে তিনি বলেন, আমার দায়িত্ব হল দলকে সঠিক পথে ঠেলে দেওয়া। রোহিত একজন অত্যন্ত দক্ষ অধিনায়ক এবং কৌশলগতভাবে খুব ভাল। রাহুল ভাইয়ের পাশাপাশি, যিনি একজন দুর্দান্ত ম্যান ম্যানেজার, তারা যে দৃষ্টিভঙ্গি হোক না কেন ওডিআই এবং টি-টোয়েন্টিতে আমার ১০০ ভাগ সমর্থন পাবে। তারা সীমিত ওভারের ক্রিকেটে দলের জন্য সেট করেছে।