এবারের আইপিএলের আসরে যেমন অনেক নতুন চমক দেখা গিয়েছে, তেমনি হতাশার ছাপও পাওয়া গেছে। মহাতারকা ক্রিস গেইলের মতো তারকার নিলামে দাম উঠেছে মাত্র ২ কোটি রুপিতে। যা সত্যিকার অর্থে মেনে নেয়া খুব কষ্টকর।
ক্রিকেট বিশ্বের এই ক্যারিবিয়ান তারকা গত শনিবার পর্যন্তও অবিক্রীত অবস্থায় ছিলেন। কোন দল, এমনকি তার গত বারের দল রয়াল চ্যালেঞ্জর্স বেঙ্গালোরও তার প্রতি আগ্রহ দেখায়নি। ধরেই নেয়া হয়েছিল হয়তো এই তারকাকে কেউ কিনবেন না। কিন্তু শেষ পর্যন্ত কিংস ইলেভেন পাঞ্জাব কিনে নিলো গেইলকে। রবিশাস্রী অপরাহ্নে এটাই হয়ে রইলো বড় চমক।
কিছুদিন আগে বিপিএলের আসরে ৬৯ বলে ১৬৮ রানের ঝোড়ো ইনিংস উপহার দেয় গেইল। তারপর অনেকেরেই ধারণা ছিল, গেইলকে নেয়ার জন্য হুমড়ি খেয়ে পড়বে অনেক দলই।কিন্তু আর্শ্চর্যের ব্যাপার হলো ক্রিকেটের “গডজিলা” গেইলকে নিলামে তার যথাপোযুক্ত সম্মান প্রদর্শন করা হয় নি।