অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দুটি টি-টোয়েন্টি এবং পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য শুক্রবার দল ঘোষণা করল ভারত। বিশ্রাম শেষে ঘরের মাঠে এই দুই সিরিজেই অধিনায়কত্ব নিয়ে ফিরলেন কোহলি। দুই সিরিজেই দলে জায়গা করে নিলেন ঋষভ পন্থ এবং কে এল রাহুল। তবে, দুটি সিরিজ থেকেই বাদ পড়লেন উইকেটরক্ষক-ব্যাটসম্যান দীনেশ কার্তিক।
আগামী ২৪ ফেব্রুয়ারি বিশাখাপত্তনমে শুরু টি-টোয়েন্টি সিরিজ। দুটি টি-টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হবে ভারত-অস্ট্রেলিয়া। এরপর ২ মার্চ থেকে হায়দরাবাদে শুরু পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ। টি-২০ সিরিজ ও প্রথম দু’টি ওয়ান ডে ম্যাচে বিশ্রাম দেওয়া হয়েছে ভুবনেশ্বর কুমারকে৷ তাই প্রথম দুটি ওয়ানডেতে খেলবেন উমেশ যাদব। তবে বিশ্বকাপের কথা মাথায় রেখে সিরিজের শেষ তিনটি ওয়ান ডে ম্যাচে ডান হাতি সুইং বোলারকে দলে ফেরান নির্বাচকরা ৷
টি-টোয়েন্টির জন্য ভারতীয় দল: কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা (সহ-অধিনায়ক), কে এল রাহুল, শিখর ধাওয়ান, ঋষভ পন্থ, দীনেশ কার্তিক, এমএস ধোনি, হার্দিক পাণ্ডিয়া, ক্রুনাল পাণ্ডিয়া, বিজয় শংকর, যুজবেন্দ্র চাহাল, জশপ্রিত বুমরাহ, উমেশ যাদব, সিদ্ধার্থ কৌল, ময়ঙ্ক মারকান্ডে।
প্রথম দুই ওয়ানডের জন্য ভারতীয় দল: কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা (সহ-অধিনায়ক), শিখর ধাওয়ান, অম্বতি রায়ডু, কেদার যাদব, এমএস ধোনি, হার্দিক পাণ্ডিয়া, জশপ্রিত বুমরাহ, মহম্মদ শামি, যুজবেন্দ্র চাহাল, কুলদীপ যাদব, বিজয় শংকর, ঋষভ পন্থ, সিদ্ধার্থ কৌল, কে এল রাহুল।
শেষ তিন ওয়ানডের জন্য ভারতীয় দল: কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা (সহ-অধিনায়ক), শিখর ধাওয়ান, অম্বতি রায়ডু, কেদার যাদব, এমএস ধোনি, হার্দিক পাণ্ডিয়া, জশপ্রিত বুমরাহ, ভুবনেশ্বর কুমার, মহম্মদ শামি, যুজবেন্দ্র চাহাল, কুলদীপ যাদব, বিজয় শংকর, ঋষভ পন্থ, কে এল রাহুল।