আর মাত্র পাঁচ দিন পরেই মাঠে গড়াচ্ছে আইপিএলের দ্বাদশ আসর। এই আসরকে সামনে রেখে এর মধ্যেই প্রস্তুতি শুরু করে দিয়েছে অংশ নেওয়া আটটি ফ্রঞ্চাইজি। আইপিএল মাতাতে নতুন হেয়ার স্টাইল নিয়ে হাজির রয়েল চ্যালেঞ্জার বেঙ্গালুরু অধিনায়ক বিরাট কোহলি।
গেল সপ্তাহেই অস্ট্রেলিয়া সিরিজ শেষ করেছে ভারতীয় দল। আগামী ২৩ মার্চ থেকেই শুরু হয়ে যাচ্ছে কোটিপতি লিগ আইপিএল। তাই এখানে টাকার পাশাপাশি নিত্যনতুন স্টাইলেও মেতে ওঠেন খেলোয়াররা। সেই তালিকায় প্রতি বারই দেখা যায় বিরাট কোহলিকে।
নতুন আসরকে সামনে রেখে শনিবার বেঙ্গালুরুর হোম গ্রাউন্ডে নিজের প্রস্তুতি শুরু করেন কোহলি। এদিন তার স্ত্রী আনুষকা শর্মাকেও তার সঙ্গে দেখা যায়। সে সময়ই ক্যামেড়ার সামনে ধরা পড়ে কোহলির চুলের নতুন স্টাইল।শুধু চুলের স্টাইল বদলই নয়, চুলে হাইলাইটও করেছেন ভারতীয় অধিনায়ক।
উল্লেখ্য, ২৩ মার্চ প্রথম ম্যাচেই কোহলি মুখোমুখি হচ্ছেন ধোনির চেন্নাইয়ের।