ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ২০২৫ সালের আসর নিয়ে এরই মধ্যে শুরু হয়েছে উন্মাদনা। ৩১ অক্টোবর ১০ ফ্র্যাঞ্চাইজির রিটেনশন (খেলোয়াড় ধরে রাখা) তালিকা প্রকাশ করা হয়েছে। নিলামের আগেই সেই তালিকায় জায়গা ককে নিয়েছেন অনেক খেলোয়ার।
মূলত, টুর্নামেন্টের নতুন নিয়মানুযায়ী আগের আসরের ৬ প্লেয়ারকে এবারের আসরে ধরে রাখতে পারবে যেকোনো দল। সেই নিয়ম অনুযায়ী দলগুলো ধরে রেখেছে নিজেদের পছন্দের প্লেয়ারকে। এক নজরে দেখে নেওয়া যাক কোন ফ্র্যাঞ্চাইজি কাদের দলে রেখেছেন-
চেন্নাই সুপার কিংস: রুতুরাজ গাইকওয়াদ, রবীন্দ্র জাদেজা, মাথিশা পাথিরানা, শিভম দুবে ও মহেন্দ্র সিং ধোনি।
আরও পড়ুন: মোস্তাফিজকে ছেড়ে দিলো চেন্নাই
দিল্লি ক্যাপিটালস: অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, ত্রিস্টান স্টাবস ও অভিষেক পুরেল।
গুজরাট টাইটান্স: রশিদ খান, শুভমান গিল, সাই সুদর্শন, রাহুল তেওয়াটিয়া ও শাহরুখ খান।
কলকাতা নাইট রাইডার্স: রিংকু সিং, সুনীল নারিন, ভরুন চক্রবর্তী, আন্দ্রে রাসেল, হার্শিত রানা, রামানদীপ সিং।
লখনৌ সুপার জায়ান্টস: নিকোলাস পুরান, মায়াঙ্ক যাদব, রবি বিষ্ণু, মহসিন খান ও আয়ুশ বাদোনি।
মুম্বাই ইন্ডিয়ান্স: জাসপ্রিত বুমরাহ, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া, রোহিত শর্মা ও তিলক বার্মা।
পাঞ্জাব কিংস: শশাঙ্ক সিং ও প্রবসিমরান সিং।
আরও পড়ুন: ইংল্যান্ডের ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তিতে ৫ নতুন মুখ
রাজস্থান রয়্যালস: সাঞ্জু স্যামসন, যশ্বসী জয়সওয়াল, রায়ান পরাগ, ধ্রুব জুরেল, শিমরন হেটমেয়ার ও সন্দ্বীপ শর্মা।
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু: বিরাট কোহলি, রজত পতিদার ও ইয়াশ দায়াল।
সানরাইজার্স হায়দরাবাদ: হেইনরিখ ক্লাসেন, প্যাট কামিন্স, অভিষেক শর্মা, ট্রাভিস হেড, নিতিশ কুমার রেড্ডি।