গ্লোবাল সুপার লিগ খেলতে দেশ ছাড়ার আগে মিরপুরে অনুশীলন করতে নেমেছিলেন লেগ স্পিনার রিশাদ হোসেন। সেখানেই আইপিএল নিয়ে নিজের ভাবনার কথা জানান তিনি।
আইপিএলে খেলার বিষয়ে রিশাদ হোসেন বলেন,‘(আইপিএলে খেলার) ইচ্ছা তো সবারই থাকে। কিন্তু বেশি আশা করা ভালো না। বেশি আশা না করলে কষ্টও পাবো না। বিপিএলের ড্রাফট নিয়েও এত ভাবি না। স্বাভাবিক থাকার চেষ্টা করি। সবকিছু তো আল্লাহর হাতে।’
সুযোগ পেলে ভালো কিছু করার আশা নিয়ে এই লেগ স্পিনার বলেন, ‘আমার নিজের ওপর আত্মবিশ্বাস আছে। ভালো বা খারাপ দিন সবারই আসে। আমি তাই এত আশা করছি না। যখন আসবে তখন দেখা যাবে।’
আরও পড়ুন: ফিটনেসে পাস করলে বিসিবির সবুজ সংকেত পাবেন সাকিব
আইপিএলে নিজের পছন্দের দল নিয়ে রিশাদ বলেন, ‘আমি এভাবে ভাবিনি। দেখা গেল আমি ভাবলাম চেন্নাই, কিন্তু ডাক পড়লো অন্য দলে। তখন আবার মন খারাপ হতে পারে। তবে আমার ফেভারিট কলকাতা নাইট রাইডার্স। এর কারণ সাকিব ভাই এই দলের হয়ে অনেকদিন খেলেছেন।’
প্রসঙ্গত, ২০২৫ আইপিএলের নিলামে ১২ জন বাংলাদেশি ক্রিকেটারের নাম আছে। যাদের মধ্যে আছেন লেগ স্পিনার রিশাদ হোসেনও।