বিপিএল ষষ্ঠ আসরের ফাইনাল ম্যাচে ব্যাট করতে নেমে আঙুলের ইনজুরিতে পড়েছিলেন সাকিব। যার ফলশ্রুতিতে ছিলেননা নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে ও টেস্ট সিরিজে। তবে সম্প্রতি বিসিবির চিকিৎসক দল ইনজুরি থেকে সাকিবের মুক্তির খবর জানায়। আরো জানা যায় আইপিএল দিয়েই আবারো ক্রিকেট মাঠে ফিরছেন বাংলাদেশ টেস্ট ও টি-টোয়েন্টি দলের অধিনায়ক সাকিব আল হাসান।
তবে, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সাকিবকে আইপিএলে খেলার অনুমতি দিলেও তার সাথে জুড়ে দিয়েছে কিছু শর্ত। জানিয়ে দিয়েছে আইপিএল চলাকালীন সময়ে সাকিবকে বাংলাদেশ জাতীয় দলের সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ রাখতে হবে নিয়মিত।
এই শর্তারোপ প্রসঙ্গে বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন বলেন, ‘আমরা চেষ্টা করছিলাম সাকিবের ফিটনেস প্রসঙ্গে সম্পূর্ণ একটি সিদ্ধান্তে এসে তার এনওসি দেওয়ার জন্য। আমরা আজকে চিকিৎসকের যে মতামত পেয়েছি তার ওপর ভিত্তি করে তার এনওসি ইস্যু করে দিয়েছি।’
তিনি আরো বলেন, ‘এনওসিতে উল্লেখ করে দেওয়া আছে, যেন টাইম টু টাইম আমাদের মেডিকেল টিম ও ফিজিও থেরাপিস্টের সাথে ওনার (সাকিব আল হাসান) যোগাযোগ থাকে এবং ফিটনেস সম্পর্কে জানানো হয়।’