এবারের আইপিএল আসরে সব থেকে বড় চমকে আছেন ভারতীয় পেস বোলার উনাদকাট। আইপিএলের নিলামে তার দাম উঠেছে সাড়ে ১১ কোটি রুপিতে। যা ২০১৮ এর আইপিএল নিলামের এখন পর্যন্ত সবচেয়ে বেশি দামে বিক্রি হওয়া ভারতীয় কোনো পেস বোলার।
উনাদকাট তার ক্যারিয়ারে ৮৯ টি ম্যাচ খেলে ১১৩ টি উইকেট নিয়েছেন। তাছাড়া আইপিএলের আসরে ৪৭ টি ম্যাচে মোট ৫৬ টি উইকেট নিয়েছেন। এছাড়াও গত আইপিএলে ১২ টি ম্যাচ খেলে ২৪ উইকেট ঘরে তুলেছেন তিনি। উনাদকাটের আইপিএলের বোলিং স্ট্রাইক রেট ১৭.৫০।
রাজস্থান রয়্যালস, ভারতের হয়ে মাত্র একটি টেস্ট ও সাতটি ওয়ানডে খেলা এই ফাস্ট বোলারকে কিনেছে সাড়ে ১১ কোটি রুপিতে। গতকাল পর্যন্ত সর্বোচ্চ ১১ কোটি রুপিতে বিক্রি হয়েছিলেন লোকেশ রাহুল ও মনীশ পাণ্ডে।
প্রসঙ্গত, এবছর আইপিএল নিলামে বাংলাদেশের সাকিব আল হাসান ২ কোটি রুপিতে এবং মুস্তাফিজ ২ কোটি ২০ লাক রুপিতে বিক্রি হয়েছেন।