আর মাত্র একদিন পরই পর্দা উঠবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৬তম আসরের। আর এই আসরে মুখোমুখি হবে চেন্নাই সুপার কিংস ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।
এরই মধ্যে আইপিএলে যোগ দিতে দেশ ছেড়েছেন বাংলাদেশি বামহাতি পেসার মুস্তাফিজুর রহমান। মঙ্গলবার (১৯ মার্চ) সকাল ১০টা ৪০ মিনিটের এক ফ্লাইটে তিনি ভারতের উদ্দেশ্যে রওনা দেন।
আরও পড়ুন: আইসিসির র্যাংকিংয়ে শান্ত-মুশফিক-হৃদয়দের বাজিমাত
তিনি নিজেই ফেসবুকে করা পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন। পোস্ট করা ছবির সঙ্গে লিখেছেন, ‘নতুন অ্যাসাইনমেন্টের জন্য মুখিয়ে আছি এবং রোমাঞ্চিত। ২০২৪ আইপিএলে চেন্নাইয়ের হয়ে খেলার পথে আছি। আমি যেন আমার সেরাটা দিতে পারি সেজন্য দোয়া করবেন।’
প্রসঙ্গত, আইপিএলে এখন পর্যন্ত ৪৮ ম্যাচ খেলেছেন মুস্তাফিজ। ৩০.৭২ গড়ে এ পেসার নিয়েছেন ৪৭ উইকেট। ওভারপ্রতি গড়ে দিয়েছেন ৭.৯৩ রান।