11.8 C
New York
Tuesday, October 28, 2025

Buy now

আইপিএল নিলামে জায়গা পাওয়া কে এই কিশোর?

চলতি মাসের ২৪ ও ২৫ তারিখ সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত হবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) মেগা নিলাম। এ নিলামেই জায়গা করে নিয়েছেন মাত্র ১৩ বছর বয়সী ক্ষুদে ক্রিকেটার বৈভব সূর্যবংশী। নিজের দুর্দান্ত পারফরম্যান্স দিয়ে এরই মধ্যে আলোচনায় এই কিশোর।

১৩ বছর ১৮৮ দিনে পেশাদার ক্রিকেটে সেঞ্চুরি পেয়েছিলেন বৈভব। অস্ট্রেলিয়া অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে তিনি সর্বকনিষ্ঠ ব্যাটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে সেঞ্চুরির রেকর্ড গড়েন এই কিশোর।

আরও পড়ুন: আইপিএলে রিশাদের ফেভারিট কেকেআর

বৈভবের এমন উত্থান অবশ্য ধারাবাহিক প্রক্রিয়ার ফসল। এরই মধ্যে খেলেছে রঞ্জি ট্রফিতে। বিহারের হয়ে ১২ বছর ২৮৪ দিন বয়সে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষিক্ত হয়ে আলোচনার জন্ম দিয়েছিল বৈভব। ৫ ম্যাচে এখন পর্যন্ত মোট রান করেছে ১০০।

এছাড়া খেলেছেন বিনোদ মানকাড ট্রফিতেও। বিহারের আন্তজেলা টুর্নামেন্ট হেমান ট্রফিতে ৮ ম্যাচে ৮০০ রানের বেশি করেছিল বৈভব। ভিনু মানকড় ট্রফিতে পাঁচ ম্যাচে এসেছে ৪০০ রান।

অবশ্য আইপিএলে ১৩ বছরের বৈভব জায়গা পাবেন এমন ভাবাও কিছুটা কষ্টকর। বিশ্বের সবচেয়ে বড় এই ফ্র্যাঞ্চাইজ টুর্নামেন্টে তাকে কাদের বিপক্ষে খেলতে হবে সেটাও নিশ্চিতভাবেই বিবেচনায় রাখবে দলগুলো। যে কারণে হয়ত চূড়ান্তভাবে কোথাও দেখা নাও যেতে পারে বৈভবকে।

আরও পড়ুন: ফিটনেসে পাস করলে বিসিবির সবুজ সংকেত পাবেন সাকিব

প্রসঙ্গত, আইপিএলের মেগা নিলামে দুই দিনে ৫৭৪ ক্রিকেটারকে নিলামে তোলা হবে। এর মধ্যে ৩৬৬ জন ক্রিকেটার ভারতীয় ও ২০৮ জন বিদেশি। নিলামে আছেন অভিষেক না হওয়া ৩১৮ জন ভারতীয়, অভিষেক না হওয়া ১২ জন বিদেশি ক্রিকেটার। ফ্র্যাঞ্চাইজিগুলো ২০৪ জন ক্রিকেটার কিনতে পারবে, যেখানে বিদেশিদের জন্য জায়গা আছে ৭০টি।

Related Articles

Leave a reply

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,913FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles