উয়েফা নেশনস লিগে গ্রুপ ‘জি’তে রোববার রাতে কাজখস্তানকে ৫-০ ব্যবধানে হারিয়েছে নরওয়ে। আর গ্রুপ ‘এফ’ এ আয়ারল্যান্ডকে সমান ব্যবধানে হারিয়েছে ইংল্যান্ড।
৬ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবেই কোয়ার্টার ফাইনালে গেছে ইংলিশরা। অন্যদিকে পয়েন্ট সমান হলেও গোল ব্যবধানে পিছিয়ে থাকায় রানার্সআপ হয়ে পরের রাউন্ডে গেছে গ্রিস।
রোববার (১৭ নভেম্বর) ঐতিহাসিক ওয়েম্বলি স্টেডিয়ামে ইংল্যান্ডের ডাগআউটে শেষবারের মতো দাঁড়িয়েছিলেন লি কার্সলি। অন্তর্বর্তী কোচকে রোমাঞ্চকর রাতই উপহার দিয়েছেন হ্যারি কেইনরা। ২০২৫ সালের জানুয়ারি থেকে ইংল্যান্ডের হেড কোচের দায়িত্ব নেবেন টমাস টুখেল।
আরও পড়ুন: ইতালিকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন ফ্রান্স
ঘরের মাঠে নরওয়ের হয়ে শুরুটা করে ম্যানচেস্টার সিটি তারকা হালান্ডই। ২৩তম মিনিটে প্রথম গোল করা হালান্ড ৩৭তম মিনিটে হেডে ব্যবধান দ্বিগুণ করার পর ৭১তম মিনিটে বক্সের বাইরে থেকে শটে হ্যাটট্রিক পূরণ করেন। দলের হয়ে বাকি গোল দুটো করেন আলেকসান্দার সরলথ ও আন্তোনিও নুসা।
এ নিয়ে ২৫তম হ্যাটট্রিক পূর্ণ করলেন হালান্ড। জাতীয় দলের হয়ে চারটি। বাকি ২১টি হ্যাটট্রিক করেছেন ক্লাবের হয়ে। যার মধ্যে ১১টি ম্যানচেস্টার সিটির হয়ে। পাঁচটি সালসবুর্ক, চারটি বরুশিয়া ডর্টমুন্ড ও একটি করেন মোল্ডার হয়ে।