ব্যাপারটা এমন যে, আপনি পরিক্ষার হলে না গিয়েই দ্বিতীয় হয়েছেন। কিন্তু বাস্তবে তো সম্ভব না। তবে ক্রিকেটের পয়েন্ট টেবিলের খেলাটা এরকমই। তেমনি একটা কান্ড হয়েছে আইসিসির টেস্ট র্যাঙ্কিংয়ে কিউইদের নিয়ে। বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ না খেলেই আইসিসির টেস্ট র্যাঙ্কিংয়ে তাদের অবস্থান দ্বিতীয়। অবশ্য এর জন্য ধন্যবাদের দাবীদার দক্ষিণ আফ্রিকা।তার সাথে আসে শ্রীলংকাও।
অনেক দিন ধরেই টেস্ট র্যাঙ্কিংয়ের দুই নম্বরে ছিল দক্ষিণ আফ্রিকা। শীর্ষে থাকা ভারতকে হটানোর স্বপ্নও হয় তো ছিল ফ্যাফ ডু প্লেসিদের। কিন্তু তাদের সেই আশায় ছাই ছিটিয়ে দিল শ্রীলঙ্কা।ঘরের মাঠে লংকানদের বিপক্ষে দুই টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হওয়াতে নিজেদের অবস্থান থেকে নেমে যেতে হল প্রোটিয়াদের।
শ্রীলঙ্কার কাছে টেস্ট সিরিজ শুরুর আগে প্রোটিয়াদের রেটিং পয়েন্ট ছিল ১১০। হারের পর সেটা এখন দাঁড়িয়েছে ১০৫-এ। ফলে তিন নাম্বারে নেমে গেছে দক্ষিণ আফ্রিকা।নিউজিল্যান্ডের রেটিং পয়েন্ট ১০৭। তারা উঠে এসেছে দুই নাম্বারে। এক নাম্বারে থাকা ভারতের রেটিং পয়েন্ট ১১৬।
এদিকে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জিতে রেটিং পয়েন্ট বাড়লেও অবস্থানে কোন নড়চড় হয়নি লঙ্কানদের। এই সিরিজ জয়ে তাদের ৪ রেটিং পয়েন্ট বেড়ে ৯৩ হয়েছে। কিন্তু র্যাঙ্কিংয়ে আগের ৬ নম্বরেই আছে তারা।
বৃহস্পতিবার থেকে ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে তিন টেস্টের সিরিজ শুরু হচ্ছে নিউজিল্যান্ডের।এই সিরিজটি জিতলে টানা পাঁচটি টেস্ট সিরিজ জেতার কীর্তি দেখাবে নিউজিল্যান্ড।