ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার কাছে টেস্টে সিরিজে হোয়াইটওয়াশের পর ওয়ানডে সিরিজ খেলতে সংযুক্ত আরব আমিরাতে পাড়ি জমিয়েছে টাইগাররা।
বুধবার (৬ নভেম্বর) বাংলাদেশ সময় বিকেল ৪টায় শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে আফগানদের মুখোমুখি হবে টাইগাররা। এই সিরিজ দিয়ে দীর্ঘদিন পর ওয়ানডে ফরম্যাটে ফিরছেন শান্ত-মিরাজরা।
আরও পড়ুন: টিভিতে আজকের খেলা (০৬ নভেম্বর)
এখন পর্যন্ত ১৬ বার আফগানিস্তানের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। যেখানে ১০টিতেই জয় পেয়েছে টাইগাররা। পরিসংখ্যানের দিক দিয়ে আফগানদের থেকে এগিয়ে থাকলেও এবার মানসিকভাবে কিছুটা বিপর্যয়ে রয়েছে টাইগার বাহিনী। তবে আফগানদের হারিয়ে চ্যাম্পিয়নস ট্রফির প্রস্তুতির শুরুটা জয় দিয়ে রাঙাতে চান তারা।
এই প্রথম আফগানদের বিপক্ষে সাকিব আল হাসানকে ছাড়া মাঠে নামবে শান্তরা। এছাড়া অসুস্থতার কারণে দলে নেই অভিজ্ঞ ক্রিকেটার লিটন দাসও। তাদের ছাড়া মাঠে নেমে এবার নতুন অভিজ্ঞতার মুখোমুখি হবে টাইগাররা।