বিপিএলে আজ রয়েছে দুটি ম্যাচ। ১৩তম ম্যাচে দুপুর ১টা ৩০ মিনিটে মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন রংপুর রাইডার্স ও রাজশাহী কিংস। আর ১৪তম ম্যাচে সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে মুখোমুখি হবে চিটাগং ভাইকিংস ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম থেকে দুটি ম্যাচই সরাসরি সম্প্রচার করবে মাছরাঙা টেলিভশন ও গাজী টিভি।
রংপুর রাইডার্স তাদের প্রথম ম্যাচে হারার পর টানা দুই ম্যাচে জয় তুলে নেয়। তবে শেষ ম্যাচে তারা ঢাকা ডায়নামাইটসের কাছে হার মেনেছে। চার ম্যাচের ২টিতে জিতে ও ২টিতে হেরে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে মাশরাফির দল রংপুর। অন্যদিকে রাজশাহী কিংস তিন ম্যাচে মাঠে নেমে জয় পেয়েছে মাত্র ১টিতে। তাদের একমাত্র জয়টি এসেছে খুলনা টাইটানসের বিপক্ষে।
এদিকে ভালো ছন্দে আছে চিটাগং ভাইকিংস ও কুমিল্লা ভিক্টোরিয়ানস। তিন ম্যাচে মাঠে নেমে দুটি দলই দুটি করে জয় তুলে নিয়েছে। এমনকী সবশেষ ম্যাচেও উভয় দলই জয় পেয়েছে। চিটাগং ভাইকিংস তো শনিবার ইতিহাস গড়ে জিতেছে খুলনা টাইটান্সের বিপক্ষে। সুপার ওভারে তারা খুলনাকে ১ রানে হারিয়েছে।
আজকের এই দুটি ম্যাচের মধ্য দিয়ে বিপিএলে ঢাকায় প্রথম ধাপের খেলা শেষ হচ্ছে। আগামীকাল ১৪ জানুয়ারী বিরতির পর ১৫ জানুয়ারী মঙ্গলবার থেকে সিলেট পর্বের ম্যাচে মাঠে নামবে দলগুলো।