প্রথম ম্যাচ হেরে কোণঠাসা হয়ে পড়লেও দ্বিতীয় ওয়ানডেতে আফগানিস্তানকে ৬৮ রানে হারিয়ে সমতা ফিরিয়েছে টাইগাররা। এমনকি এটিই শারজাহতে বাংলাদেশের প্রথম জয়।
শনিবার (৯ নভেম্বর) শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় টাইগার বাহিনী। ব্যাট নিয়ে নেমে মাত্র ২৮ রানেই প্রথম উইকেট হারিয়ে ফেলে বাংলাদেশ। তানজিদ হাসান ১৭ বলে ৩ চার ও ১ ছক্কায় ২২ রান করেই ক্যাচ আউট হয়ে ফিরেন সাজঘরে। এরপর সৌম্য সরকারের সঙ্গে জুটি গড়েন শান্ত।
আরও পড়ুন: টিভিতে আজকের খেলা (১০ নভেম্বর)
৪৯ বলে ২ চার ও ২ ছক্কায় ৩৫ রান করে আউট হন সৌম্য। এরপর শান্তর সঙ্গী হন মেহেদী হাসান মিরাজ। তাদের জুটিও ৫০ ছাড়িয়ে যায়। কিন্তু হঠাৎ করে ৩২ রানের ব্যবধানে ৪ উইকেট হারিয়ে দিশেহারা হয়ে পরে টাইগাররা। ৩৩ বলে ২২ রান করেই রশিদ খানের বলে বোল্ড হয়ে যান মিরাজ। এরপর ১১৯ বলে করেন ৭৬ রান নিয়ে বিদায় নেন শান্তও।
মিরাজ ও শান্তর বিদায়ের পর তাওহিদ হৃদয় (১১) ও মাহমুদউল্লাহ রিয়াদও (৩) ফেরেন দ্রুত। এরপর হাল ধরার চেষ্টা করেন অভিষিক্ত জাকের আলি অনিক ও নাসুম আহমেদ। ১ চার ও ২ ছক্কায় ২৭ বলে ৩৭ রান করে আউট হন নাসুম। ১ চার ও ৩ ছক্কায় ২৭ বলে ৩৭ রানে অপরাজিত থাকেন প্রথম ওয়ানডে খেলতে নামা জাকের আলি।
আরও পড়ুন: সাফজয়ীদের দেড় কোটি টাকা পুরস্কার দেবে বাফুফে
অন্যদিকে, লক্ষ্য তাড়ায় নেমেই মাত্র ২ রানে ফিরতে হয় ডানহাতি ওপেনার গুরবাজকে। তাকে ফেরানোর পর আফগানদের চেপে ধরার চেষ্টা করে টাইগাররা। এরপর একে একে নিজেদের উইকেট হারাতে থাকেন রশিদ খানরা। ফলশ্রুতিতে ৬৮ রানে জয় পায় শান্তর দল।