করোনা ভাইরাসের কারণে এবারের সদ্য সমাপ্ত বিপিএল অনুষ্ঠিত হয়েছে দর্শকবিহীন। তবে শেষ চার ম্যাচে ৪/৫ হাজার দর্শক প্রবেশের সবুজ সংকেত দেওয়া হয়েছিল বিসিবিকে। আর আসন্ন আফগান সিরিজেও থাকবে একই নির্দেশিকা।
সেই সাথে বিতর্কে ঘেরা বিপিএলে ডিসিশন রিভিউ সিস্টেমের ব্যবহার না থাকলেও আফগান সিরিজে দেখা মিলবে এই অত্যাধুনিক প্রযুক্তির।
বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান তানভীর টিটু বলেছেন, ‘বিপিএলের ন্যায় সরকারের আদেশ অনুযায়ী ৪/৫ হাজার দর্শক মাঠে বসে বাংলাদেশ-আফগানিস্তান দ্বৈরথ দেখতে পারবেন। তবে আমরা চেষ্টা করছি ধারণক্ষমতার কমপক্ষে ৫০ ভাগ দর্শক যেন গ্যালারিতে উপস্থিত থাকতে পারেন।’
আরো যোগ করেছেন, ‘আর এই বিষয়ে আমাদের মাননীয় বোর্ড সভাপতি জনাব নাজমুল হাসান পাপন অনেক পরিশ্রম করছেন। আর এমনটা সম্ভব না হলে ঢাকায় অন্ততপক্ষে ৫/৬ হাজার এবং চট্টগ্রামে ৩/৪ হাজার দর্শক প্রবেশের ব্যবস্থা করতে সচেষ্ট থাকব আমরা। সব ঠিক থাকলে দর্শকরা কিভাবে টিকিট সংগ্রহ করবেন আমাদের তরফে সেটা অতিদ্রুত জানিয়ে দেওয়া হবে।’
রবিবার বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের স্পন্সরশীপ ঘোষণার পাশাপাশি ডিআরএস সুবিধা থাকার বিষয়টি সুনিশ্চিত করেছেন টিটু। এই প্রযুক্তি যারা পরিচালনা করবেন তারা সকলেই উপস্থিত থাকবেন এই সিরিজে আর প্রয়োজনীয় যন্ত্রাংশগুলোও প্রস্তুত হয়েছে। ইস্পাহানি এবং ওয়ালটন দ্বৈতভাবে এই সিরিজের স্পন্সরশীপ পেয়েছে। সিরিজের নাম দেওয়া হয়েছে ইস্পাহানি বাংলাদেশ বনাম আফগানিস্তান ক্রিকেট সিরিজ-২০২২ পাওয়ার্ড বাই ওয়ালটন।
বিডি স্পোর্টস নিউজ/বিপ্রতীপ দাস