15.7 C
New York
Saturday, May 4, 2024

Buy now

আফ্রিদিকে টপকে বিশ্ব রেকর্ড গড়লেন সাকিব

সাকিব মানেই নতুন কিছু্। ইতিমধ্যেই জায়গা করে নিয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডারদের তালিকায়। তবে এবার আর এক নতুন বিশ্ব রের্কড গড়লেন এই টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান।

আরও পড়ুন: ১০ উইকেটই বাঁহাতের খেল, ইতিহাসের পাতায় টাইগাররা

সবচেয়ে মজার ব্যাপার হলো এবারের এ বিশ্বরের্কড নিজের করে নিয়েছেন পাকিস্তানের সাবেক অলরাউন্ডার শহিদ আফ্রিদিকে টপকে।

আরও পড়ুন: কখনো ভাবিনি ১০০ টেস্ট ম্যাচ খেলব: কোহলি

আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে সবমিলিয়ে ৪ ওভারে মাত্র ১৮ রান খরচায় ২ উইকেট নিয়েছেন সাকিব। যেখানে ছিল ১১টি ডট বল। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তিনিই এখন সর্বোচ্চ ডট বল করা বোলার।

আরও পড়ুন: ভালো ছন্দে থাকলে যেকোনো ফরম্যাট সহজ: লিটন

বৃহস্পতিবার মাঠে নামার আগে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৯৩ ইনিংসে ২০৮৫ ডেলিভারি থেকে ৮৩০টি ডট বল করার রেকর্ড ছিল সাকিবের। ঠিক ৮৩০টি ডট বল ছিল পাকিস্তানের সাবেক অলরাউন্ডার শহিদ আফ্রিদিরও। তিনি ২১৬৮ ডেলিভারির মধ্যে করেছিলেন ৮৩০টি ডট।

আরও পড়ুন: লিটনের ব্যাটিং চোখের শান্তি: রিয়াদ

আজকের ম্যাচে আফগানদের ইনিংসের নবম ওভারে প্রথমবারের মতো আক্রমণে আসেন সাকিব। প্রথম ৩ বলে দেন একটি করে রান। ৪র্থ বলটিই হয় ডট। সঙ্গে সঙ্গে হয়ে যায় বিশ্ব রেকর্ড।

আরও পড়ুন: দক্ষিণ আফ্রিকা সফরের স্কোয়াড ঘোষণা বিসিবির, টেস্টে আছেন সাকিব

আফ্রিদিকে টপকে সাকিব হয়ে যান সর্বোচ্চ ডট বল করা বোলার। আজকের ম্যাচের পর সাকিবের ডট বলের সংখ্যা ৮৪১টি।

এক নজরে দেখে নিন আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি ডট বলের রের্কড কাদের দখলে-
১। সাকিব আল হাসান – ৮৪১ বল
২। শহীদ আফ্রিদি – ৮৩০ বল
৩। টিম সাউদি – ৭৯১ বল
৪। লাসিথ মালিঙ্গা – ৭১৩ বল
৫। মোহাম্মদ নবি – ৬২৭ বল

আরও পড়ুন: লিটন-নাসুমে আফগান জুজু কাটিয়ে বাংলাদেশের বড় জয়

একই ম্যাচে আরও একটি অনন্য মাইলফলকে পা রেখেছেন সাকিব। বিশ্বের প্রথম বাঁহাতি স্পিনার, ৩য় স্পিনার ও ৯ম বোলার হিসেবে সাদা বলের ক্রিকেট তথা ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলিয়ে ৪০০ উইকেট শিকার করেছেন তিনি। বর্তমানে ৩১৩ ম্যাচে তার রয়েছে ৪০১টি উইকেট।

বিডি স্পোর্টস নিউজ/জেএ

Related Articles

Leave a reply

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,913FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles